Ajker Patrika

প্রেমিককে ভিডিও কলে রেখে কলেজছাত্রীর গলায় ফাঁস

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

প্রেমিককে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রাজশাহী কলেজের এক ছাত্রী। তাঁর নাম ইশরাত জাহান হাসি (২১)। তিনি রাজশাহী কলেজের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষে পড়তেন।

এ ঘটনায় পুলিশ তাঁর প্রেমিক নাহিদ ইসলামকে (২২) গ্রেপ্তার করেছে। তিনি রাজশাহী কলেজের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় নগরের হেতেমখা কাস্টমস অফিস মোড়ের একটি মেস থেকে ইশরাতের লাশ উদ্ধার করা হয়।

নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) মোস্তাক আহমেদ বলেন, নাহিদ ও ইশরাতের বাড়ি নাটোরে। তাঁদের প্রেমের সম্পর্ক ছিল। দুজনের মনোমালিন্যের কারণে রাতে প্রেমিককে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ইশরাত। সকালে লাশ উদ্ধারের সময় নাহিদ মেসের সামনেই ছিলেন। সেখান থেকেই তাঁকে আটক করে থানায় নেওয়া হয়।

ওসি জানান, এ ঘটনায় ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করা হয়েছে। এ মামলায় নাহিদকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত