Ajker Patrika

বজ্রপাতে দুই জেলায় ৪ জনের মৃত্যু 

আজকের পত্রিকা ডেস্ক
বজ্রপাতে দুই জেলায় ৪ জনের মৃত্যু 

চাঁপাইনবাবগঞ্জে পৃথক বজ্রপাতে তিনজন ও বগুড়ার আদমদীঘিতে একজনের মৃত্যু হয়েছে। গতকাল বিকেলের দিকে বজ্রপাতের এ ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর:

চাঁপাইনবাবগঞ্জ: গতকাল বিকেলে ঝড়বৃষ্টির সময় বজ্রপাত হলে তাঁদের মৃত্যু হয়। নিহতরা সবাই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। 

নিহতরা হলেন– চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুরের গরু ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৪০), চরবাগডাঙ্গা ইউনিয়নের সোনাপট্টি গ্রামের রফিকুল ইসলাম (৩২) ও দেবীনগর ইউনিয়নের নামো হরমা গ্রামের ইসারুল হক (৩৪)। 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশন আলী আজকের পত্রিকাকে জানান, বজ্রপাতে তিনজন নিহত হওয়ার বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান নিশ্চিত করেছেন। নিয়ম অনুযায়ী নিহতদের পরিবারকে সরকারিভাবে সহায়তা করা হবে। সেই সঙ্গে তাঁদের দাফনের ব্যবস্থা করা হচ্ছে। 

আদমদীঘি: বজ্রপাতে ছোলায়মান আলী (৪২) নামের এক কৃষক মারা গেছেন। ছোলায়মান আলী আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামের আয়েজউদ্দিনের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, ছোলায়মান আলীসহ চারজন কৃষক তাঁদের গ্রামের পাশে মাঠে ধান কাটছিলেন। বিকেল ৫টার দিকে বজ্রপাতে ছোলায়মান আলী ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামিম উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত