Ajker Patrika

স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ পান না রোগী, নর্দমায় মিলল ২ বস্তা

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২১ মে ২০২৪, ২১: ৪৩
স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ পান না রোগী, নর্দমায় মিলল ২ বস্তা

সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি উপ-স্বাস্থ্যকেন্দ্রের পাশের নর্দমা থেকে দুই বস্তা মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ উদ্ধার করা হয়েছে। ওই ওষুধের মূল্য প্রায় ২ লাখ টাকা। স্থানীয়দের অভিযোগ, ওই স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট ও অবসরপ্রাপ্ত অফিস সহকারী সেবাপ্রত্যাশীদের ওষুধ না দিয়ে, এসব নষ্ট করেছেন।

গত রোববার উপজেলার পোরজনা ইউনিয়নের পুটিয়া উপ-স্বাস্থ্যকেন্দ্রের পাশের নর্দমা থেকে এসব ওষুধ উদ্ধার করা হয়।

অভিযুক্তরা হলেন উপ-স্বাস্থ্যকেন্দ্রটির ফার্মাসিস্ট মো. শামিম ও অবসর নেওয়া অফিস সহায়ক মো. ইকতিয়ার রহমান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রোববার বিকেলে হাসপাতালের পাশের একটি পরিত্যক্ত নর্দমায় কিছু ওষুধ দেখতে পান তাঁরা। কাছে গিয়ে ভালোভাবে দেখে তাঁরা বুঝতে পারেন সেগুলো সরকারি ওষুধ। পরে রাত ১০টার দিকে থানার উপপরিদর্শক (এসআই) এরশাদের সহযোগিতায় ২ বস্তা ওষুধ কমিউনিটি ক্লিনিকে কর্মরত আনোয়ার হোসেনের জিম্মায় দেওয়া হয়।

এ ব্যাপারে উপ-স্বাস্থ্যকেন্দ্রটির অস্থায়ী পরিচ্ছন্নতাকর্মী রেখা বেগম বলেন, ‘রবিবার দুপুরের দিকে ফার্মাসিস্ট শামীম ও ইকতিয়ার মিলে এই ওষুধগুলো ফেলে দেয়। পরে তারা আমাকে বললে আমি এই নর্দমার ভেতরে ফেলে দেই।’

তবে এ অভিযোগ অস্বীকার করে অবসরপ্রাপ্ত অফিস সহায়ক ইকতিয়ার রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি স্বাস্থ্যকেন্দ্রের পাশের চা স্টলে বসে ছিলাম। আমি কোনো ওষুধ কোথাও ফেলে দেইনি।’

এ বিষয়ে জানতে উপ-স্বাস্থ্যকেন্দ্রটির ফার্মাসিস্ট মো. শামীমের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমীন আলম আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারি ওষুধ ফেলে দেওয়ার ঘটনাটি আমি জেনেছি। এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। অভিযোগ প্রমাণিত হলে ফার্মাসিস্টের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত