রাবি প্রতিনিধি
ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুটি উৎসবের একটি পবিত্র ঈদুল আজহা। বছরে একবার আসে বলে সবাই পরিবার পরিজনের সঙ্গেই দিনটি উদ্যাপন করতে চায়। তাই রাস্তার যানজট, অতিরিক্ত ভাড়া, ঝুঁকিপূর্ণ যাত্রা, টিকিট কাটতে গিয়ে বিশাল লাইনে দাঁড়িয়ে থাকার মতো ভোগান্তি উপেক্ষা করেই মানুষ ফেরে পরিবারের কাছে।
কিন্তু নানা কারণে ঈদের ছুটিতেও ক্যাম্পাসে রয়ে গেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কিছু শিক্ষার্থী। কারও সামনে বিসিএস লিখিত পরীক্ষা, কারও বিভাগের পরীক্ষা, কারও অ্যাসাইনমেন্টের চাপ আবার কেউবা বিশ্ববিদ্যালয়ে ঈদ করছেন ক্যাম্পাস জীবনকে রাঙিয়ে তুলতে।
সাত জুলাই ঈদের ছুটি শুরু হওয়ার দু-এক দিন আগে থেকেই শিক্ষার্থীরা বাড়ি ফিরতে শুরু করেন। ধীরে ধীরে ফাঁকা হতে থাকে সবসময় সরগরম থাকা ক্যাম্পাস। হল খোলা থাকায় অনেকে ক্যাম্পাসেই ঈদ করার পরিকল্পনা করেন। কিন্তু কয়েক দিনের মধ্যে পুরো ক্যাম্পাস ফাঁকা হয়ে গেলে তাঁরাও চলে যান। তবে শেষ পর্যন্ত হলে থেকে যান ২২৬ জন শিক্ষার্থী। পরিবার পরিজন ছাড়া এবার বন্ধু-বান্ধব, সিনিয়র-জুনিয়রদের সঙ্গে ঈদ উদ্যাপন করছেন তাঁরা।
আজ রোববার সকাল সাড়ে সাতটায় রাবি কেন্দ্রীয় মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। জামাতে উপাচার্য, উপ-উপাচার্যসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।
নামাজ শেষে সবাই মেতে ওঠেন শুভেচ্ছা বিনিময়ে। বুকে জড়িয়ে ধরেন বন্ধু ও সহপাঠীদের। শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে মসজিদ প্রাঙ্গণ মিলনমেলায় পরিণত হয়। অগ্রজ-অনুজদের শুভেচ্ছা, সালামির আবদার ইত্যাদি সবাইকে যেন গত কয়েক দিনের একাকিত্ব ভুলিয়ে দেয়।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শামীম রেজা। কিছুদিন পরেই পরিসমাপ্তি ঘটবে বিশ্ববিদ্যালয় জীবনের। তাই ক্যাম্পাস জীবনের স্মৃতিকে আরও মধুর করতে এবার ঈদ করছেন সহপাঠীদের সঙ্গে। তিনি বলেন, ‘প্রতি বছর এলাকায় ঈদ করা হয়। কিন্তু এ বছর আমার ক্যাম্পাস জীবন তথা একাডেমিক জীবনের সমাপ্তি ঘটবে। তাই খুব ইচ্ছা হলো, ক্যাম্পাসে একটা ঈদ উদ্যাপন করার। জীবনে তো আর কখনো এ রকম সময়-সুযোগ আসবে না।’
বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফাহিম মুনায়েমের গ্রামের বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলায়। কিছুদিন আগে বন্যার সময় বাড়িতেই ছিলেন। পরে বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ক্যাম্পাসে ফেরেন। তাই এবার আর বাড়িতে ঈদ করার ইচ্ছা নেই তাঁর। তিনি বলেন, ‘প্রতি বছর বাড়িতেই মা-বাবার সঙ্গে ঈদ করি। কিন্তু মাত্র কিছুদিন আগেই বাড়ি থেকে ক্যাম্পাসে ফিরেছি। তা ছাড়া আমাদের যাতায়াত অনেক ব্যয়বহুল ও ভোগান্তির। তাই এবার বন্ধুদের সঙ্গেই ঈদ করলাম। এ এক অন্যরকম ভালো লাগা। নামাজ শেষে পরিচিতজনদের সঙ্গে দেখা হয়েছে। সিনিয়র-জুনিয়র অনেককেই খুঁজে পেয়েছি। সবার সঙ্গে কুশল বিনিময়, গল্প-আড্ডায় গত কয়েক দিনের নিঃসঙ্গতা আনন্দে রূপ নিয়েছে।’
আরমান শরিফ নামে এক শিক্ষার্থী বলেন, ‘পরিবার পরিজন ছাড়া ক্যাম্পাসে ঈদ উদ্যাপন করার অনুভূতি অন্যরকম। প্রথম দিকে কিছুটা বিষণ্ন লাগলেও প্রকৃতি ঘেরা নিরিবিলি পরিবেশ সেটাকে কাটিয়ে দিয়েছে। বন্ধু-বান্ধব, সিনিয়র-জুনিয়র এবং কয়েকজন স্যারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ হয়েছে। সব মিলিয়ে জীবনে প্রথমবার পরিবারবিহীন ঈদে একটু ভিন্ন রকম অভিজ্ঞতা হলো।’
উল্লেখ্য, ৭–২১ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে। তবে শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় আবাসিক হলগুলো খোলা রেখেছে প্রশাসন।
ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুটি উৎসবের একটি পবিত্র ঈদুল আজহা। বছরে একবার আসে বলে সবাই পরিবার পরিজনের সঙ্গেই দিনটি উদ্যাপন করতে চায়। তাই রাস্তার যানজট, অতিরিক্ত ভাড়া, ঝুঁকিপূর্ণ যাত্রা, টিকিট কাটতে গিয়ে বিশাল লাইনে দাঁড়িয়ে থাকার মতো ভোগান্তি উপেক্ষা করেই মানুষ ফেরে পরিবারের কাছে।
কিন্তু নানা কারণে ঈদের ছুটিতেও ক্যাম্পাসে রয়ে গেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কিছু শিক্ষার্থী। কারও সামনে বিসিএস লিখিত পরীক্ষা, কারও বিভাগের পরীক্ষা, কারও অ্যাসাইনমেন্টের চাপ আবার কেউবা বিশ্ববিদ্যালয়ে ঈদ করছেন ক্যাম্পাস জীবনকে রাঙিয়ে তুলতে।
সাত জুলাই ঈদের ছুটি শুরু হওয়ার দু-এক দিন আগে থেকেই শিক্ষার্থীরা বাড়ি ফিরতে শুরু করেন। ধীরে ধীরে ফাঁকা হতে থাকে সবসময় সরগরম থাকা ক্যাম্পাস। হল খোলা থাকায় অনেকে ক্যাম্পাসেই ঈদ করার পরিকল্পনা করেন। কিন্তু কয়েক দিনের মধ্যে পুরো ক্যাম্পাস ফাঁকা হয়ে গেলে তাঁরাও চলে যান। তবে শেষ পর্যন্ত হলে থেকে যান ২২৬ জন শিক্ষার্থী। পরিবার পরিজন ছাড়া এবার বন্ধু-বান্ধব, সিনিয়র-জুনিয়রদের সঙ্গে ঈদ উদ্যাপন করছেন তাঁরা।
আজ রোববার সকাল সাড়ে সাতটায় রাবি কেন্দ্রীয় মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। জামাতে উপাচার্য, উপ-উপাচার্যসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।
নামাজ শেষে সবাই মেতে ওঠেন শুভেচ্ছা বিনিময়ে। বুকে জড়িয়ে ধরেন বন্ধু ও সহপাঠীদের। শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে মসজিদ প্রাঙ্গণ মিলনমেলায় পরিণত হয়। অগ্রজ-অনুজদের শুভেচ্ছা, সালামির আবদার ইত্যাদি সবাইকে যেন গত কয়েক দিনের একাকিত্ব ভুলিয়ে দেয়।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শামীম রেজা। কিছুদিন পরেই পরিসমাপ্তি ঘটবে বিশ্ববিদ্যালয় জীবনের। তাই ক্যাম্পাস জীবনের স্মৃতিকে আরও মধুর করতে এবার ঈদ করছেন সহপাঠীদের সঙ্গে। তিনি বলেন, ‘প্রতি বছর এলাকায় ঈদ করা হয়। কিন্তু এ বছর আমার ক্যাম্পাস জীবন তথা একাডেমিক জীবনের সমাপ্তি ঘটবে। তাই খুব ইচ্ছা হলো, ক্যাম্পাসে একটা ঈদ উদ্যাপন করার। জীবনে তো আর কখনো এ রকম সময়-সুযোগ আসবে না।’
বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফাহিম মুনায়েমের গ্রামের বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলায়। কিছুদিন আগে বন্যার সময় বাড়িতেই ছিলেন। পরে বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ক্যাম্পাসে ফেরেন। তাই এবার আর বাড়িতে ঈদ করার ইচ্ছা নেই তাঁর। তিনি বলেন, ‘প্রতি বছর বাড়িতেই মা-বাবার সঙ্গে ঈদ করি। কিন্তু মাত্র কিছুদিন আগেই বাড়ি থেকে ক্যাম্পাসে ফিরেছি। তা ছাড়া আমাদের যাতায়াত অনেক ব্যয়বহুল ও ভোগান্তির। তাই এবার বন্ধুদের সঙ্গেই ঈদ করলাম। এ এক অন্যরকম ভালো লাগা। নামাজ শেষে পরিচিতজনদের সঙ্গে দেখা হয়েছে। সিনিয়র-জুনিয়র অনেককেই খুঁজে পেয়েছি। সবার সঙ্গে কুশল বিনিময়, গল্প-আড্ডায় গত কয়েক দিনের নিঃসঙ্গতা আনন্দে রূপ নিয়েছে।’
আরমান শরিফ নামে এক শিক্ষার্থী বলেন, ‘পরিবার পরিজন ছাড়া ক্যাম্পাসে ঈদ উদ্যাপন করার অনুভূতি অন্যরকম। প্রথম দিকে কিছুটা বিষণ্ন লাগলেও প্রকৃতি ঘেরা নিরিবিলি পরিবেশ সেটাকে কাটিয়ে দিয়েছে। বন্ধু-বান্ধব, সিনিয়র-জুনিয়র এবং কয়েকজন স্যারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ হয়েছে। সব মিলিয়ে জীবনে প্রথমবার পরিবারবিহীন ঈদে একটু ভিন্ন রকম অভিজ্ঞতা হলো।’
উল্লেখ্য, ৭–২১ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে। তবে শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় আবাসিক হলগুলো খোলা রেখেছে প্রশাসন।
ডিইপিজেডের সামনে নবীনগর-চন্দ্রা সড়কে ঢাকাগামী লেনে লাব্বাইক পরিবহনের একটি বাস থেমে ছিল। গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে ওই বাসে আগুন ধরে। বাসে আগুন ধরার পরপরই ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে বাসের ভেতরের অংশ...
২ মিনিট আগেশিশুটির মা মানসিক ভারসাম্যহীন রোগী। শনিবার সন্ধ্যায় শিশুটিকে নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর রাতে শিশুটিকে ফেলেই বাড়ি ফিরে যান মা। ওই সময় শিবচরের যাদুয়ারচর ব্রীজ সংলগ্ন রাস্তার পাশে বৃষ্টির মধ্যে বসা ছিল শিশুটি! পথচারীরা ঝড়-বৃষ্টির মধ্যে শিশুটিকে দেখে পরিবারের খোঁজ করতে থাকে।
১ ঘণ্টা আগেপ্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে নতুন কোনো শিল্পপ্রতিষ্ঠান বা প্রকল্প স্থাপন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। ১২ মে এক প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্ত জানানো হয়।
৫ ঘণ্টা আগেহবিগঞ্জ জেলায় ১১৯টি ইটভাটা চলছে। এর মধ্যে ২৪টিই চলছে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া। এসব ইটভাটার কালো ধোঁয়া, ধুলা-বালু আর বিষাক্ত গ্যাসে আশপাশের জমির ফসল, বসতবাড়ির গাছপালা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধোঁয়ায় ইটভাটার আশপাশের মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন।
৫ ঘণ্টা আগে