লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে উত্ত্যক্তের অভিযোগে মামলা করায় স্কুলছাত্রীর মা-বাবাকে মারধরের করেছে আসামিরা। গতকাল বৃহস্পতিবার রাতে মেয়ের বাবা (৪০) তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন অভিযোগ পাওয়া গেছে। তাঁকে রক্ষায় এগিয়ে গেলে কিশোরীর মাকেও মারধর করা হয়।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন উপজেলার অর্জুনপুর-বরমহাটি (এবি) ইউনিয়নের মো. মসলেম উদ্দিন (৪২) ও তাঁর ছেলে মো. রিয়াদ হোসেন (২২)। আজ শুক্রবার বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠায় পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মো. শুভ ইসলাম (২০) নামের এক যুবক ছয় মাস ধরে কিশোরীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। এতে চার মাস ধরে তার স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। এ ঘটনায় গত সোমবার এই ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে মো. শুভ ইসলামকে প্রধান আসামি করে আটজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার পর থেকে আসামি শুভ মেয়েটির পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিলেন।
এর জের ধরে বৃহস্পতিবার রাত ৯টার দিকে মেয়ের বাবা তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে শুভ ও তাঁর লোকজন হাঁসুয়া, লোহার রড, কাঠের বাটাম ও বাঁশের লাঠি নিয়ে পথরোধ করেন। এ সময় তাঁরা হাঁসুয়া দিয়ে কিশোরীর বাবার মাথায় কোপ দেন। একপর্যায়ে কিশোরীর মা এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয়। পরে স্থানীয় লোকজন তাঁদের দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. সুরুজ্জামান শামীম আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রীর বাবার মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
মেয়েটির বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, উত্ত্যক্তের কারণে কোনো ছাত্রীর বিদ্যালয়ে আসা বন্ধ রয়েছে, এমন তথ্য জানা নেই।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক জানান, স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে করা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নাটোরের লালপুরে উত্ত্যক্তের অভিযোগে মামলা করায় স্কুলছাত্রীর মা-বাবাকে মারধরের করেছে আসামিরা। গতকাল বৃহস্পতিবার রাতে মেয়ের বাবা (৪০) তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন অভিযোগ পাওয়া গেছে। তাঁকে রক্ষায় এগিয়ে গেলে কিশোরীর মাকেও মারধর করা হয়।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন উপজেলার অর্জুনপুর-বরমহাটি (এবি) ইউনিয়নের মো. মসলেম উদ্দিন (৪২) ও তাঁর ছেলে মো. রিয়াদ হোসেন (২২)। আজ শুক্রবার বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠায় পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মো. শুভ ইসলাম (২০) নামের এক যুবক ছয় মাস ধরে কিশোরীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। এতে চার মাস ধরে তার স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। এ ঘটনায় গত সোমবার এই ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে মো. শুভ ইসলামকে প্রধান আসামি করে আটজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার পর থেকে আসামি শুভ মেয়েটির পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিলেন।
এর জের ধরে বৃহস্পতিবার রাত ৯টার দিকে মেয়ের বাবা তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে শুভ ও তাঁর লোকজন হাঁসুয়া, লোহার রড, কাঠের বাটাম ও বাঁশের লাঠি নিয়ে পথরোধ করেন। এ সময় তাঁরা হাঁসুয়া দিয়ে কিশোরীর বাবার মাথায় কোপ দেন। একপর্যায়ে কিশোরীর মা এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয়। পরে স্থানীয় লোকজন তাঁদের দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. সুরুজ্জামান শামীম আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রীর বাবার মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
মেয়েটির বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, উত্ত্যক্তের কারণে কোনো ছাত্রীর বিদ্যালয়ে আসা বন্ধ রয়েছে, এমন তথ্য জানা নেই।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক জানান, স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে করা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ময়মনসিংহের নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তিনি আজ শুক্রবার ভোরে সবকিছু গুছিয়ে থানা ছেড়ে তড়িঘড়ি করে সদরে চলে যান। এমন খবর পেয়ে স্থানীয় বাজারের ব্যবসায়ীরা থানা ফটকে এসে ভিড় জমান। তাঁদের দাবি, ওসি ফরিদ তাঁদের কাছ থেকে বিভিন্ন..
৪ মিনিট আগেপটুয়াখালীর দশমিনায় নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা শাখার সভাপতি রিয়াদ হোসেন অপু সিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলা সদরের নিজ বসতঘর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দশমিনা থানার ওসি মোহাম্মদ আবদুল আলীম বিষয়টি নিশ্চিত করেছেন।
২৫ মিনিট আগেবাসের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের মামলার জেরে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। আজ শুক্রবার বেলা ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালসংলগ্ন মহাসড়ক এক ঘণ্টা ধরে অবরোধ করে রাখা হয়। এদিকে অবরোধের কারণে বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দুই পাশে প্রায় ৫ কিলোমিটার যা
২৯ মিনিট আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে মোবারক হোসেন (৪০) নামের একজন পোশাক কারখানার শ্রমিককে অপহরণ করে জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগে মামলা হয়েছে। বিমানবন্দর থানায় গত বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী মোবারক হোসেন বাদী হয়ে অপহরণ করে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে একটি মামলা করেন...
৩৪ মিনিট আগে