Ajker Patrika

রাজশাহীতে ট্রাক ও মোটরসাইকেলের ধাক্কায় কিশোরীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে ট্রাক ও মোটরসাইকেলের ধাক্কায় কিশোরীর মৃত্যু

রাজশাহীতে ট্রাক ও মোটরসাইকেলের ধাক্কায় আহত এক কিশোরীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরীর কাদিরগঞ্জ গ্রেটার রোডে এ দুর্ঘটনা ঘটে। পরে রাজশাহী মেডিকেলে কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত কিশোরীর নাম খাদিজা খাতুন (১৮)। তিনি রাজশাহীর তানোর উপজেলার চন্দনকৌটা গ্রামে আবদুল খালেকের মেয়ে। রাজশাহী নগরীর বোয়ারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। 

ওসি জানান, রাস্তা পারাপারের সময় মোটরসাইকেল ও ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন খাদিজা। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

ওসি আরও জানান, ময়নাতদন্ত শেষে নিহত কিশোরীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় ট্রাক জব্দ করা হয়েছে। ট্রাক চালককেও আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হবে বলেও জানান ওসি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত