পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীতে নৌকা ডুবে নিখোঁজের ২৭ ঘণ্টা পর কৃষক মো. আব্দুল কুদ্দুস মন্ডলের (৬০) মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার ইউনিয়নের চর-আফড়া গ্রামের তালতলা থেকে মরদেহ উদ্ধার করে পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।
আব্দুল কুদ্দুস বাহাদুরপুর ইউনিয়নের গঙ্গানন্দদিয়া গ্রামের মৃত উজির মন্ডলের ছেলে।
গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বাহাদুরপুর ইউনিয়নের চরপাড়া বেড়িবাঁধ ঘাট থেকে জমিতে কাজের উদ্দেশ্যে পদ্মার চরে যাওয়ার সময় নৌকা ডুবে নিখোঁজ হন আব্দুল কুদ্দুস। নিখোঁজের পর থেকেই তাঁকে উদ্ধার অভিযান চালায় পাংশা ফায়ার সার্ভিসের একাধিক সদস্য ও দুজন ডুবুরি দলের প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য।
পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রয়েল আহম্মেদ বলেন, ‘গতকাল থেকে উদ্ধার অভিযান চালাই। দুপুর ১২টার দিকে সংবাদ পাই তালতলায় একটি ভাসমান মরদেহ রয়েছে। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। মরদেহটি আব্দুল কুদ্দুসের বলে শনাক্ত করে তাঁর পরিবার। মরদেহটি তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
সোমবার একটি নৌকায় ১৬ জন কৃষক যাচ্ছিলেন। নৌকাটি ঘাট থেকে পদ্মার চরের মাঝামাঝি গেলে তলিয়ে যায়। এ সময় নৌকায় থাকা সবাই চিৎকার করলে স্থানীয়রা ঘাট থেকে নৌকা নিয়ে ঘটনাস্থলে গিয়ে ১৫ জনকে উদ্ধার করতে সক্ষম হয়। আব্দুল কুদ্দুস তলিয়ে গেলে তাঁকে উদ্ধার করতে না পেরে পাংশা ফায়ার সার্ভিসকে খবর দেয়।
রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীতে নৌকা ডুবে নিখোঁজের ২৭ ঘণ্টা পর কৃষক মো. আব্দুল কুদ্দুস মন্ডলের (৬০) মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার ইউনিয়নের চর-আফড়া গ্রামের তালতলা থেকে মরদেহ উদ্ধার করে পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।
আব্দুল কুদ্দুস বাহাদুরপুর ইউনিয়নের গঙ্গানন্দদিয়া গ্রামের মৃত উজির মন্ডলের ছেলে।
গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বাহাদুরপুর ইউনিয়নের চরপাড়া বেড়িবাঁধ ঘাট থেকে জমিতে কাজের উদ্দেশ্যে পদ্মার চরে যাওয়ার সময় নৌকা ডুবে নিখোঁজ হন আব্দুল কুদ্দুস। নিখোঁজের পর থেকেই তাঁকে উদ্ধার অভিযান চালায় পাংশা ফায়ার সার্ভিসের একাধিক সদস্য ও দুজন ডুবুরি দলের প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য।
পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রয়েল আহম্মেদ বলেন, ‘গতকাল থেকে উদ্ধার অভিযান চালাই। দুপুর ১২টার দিকে সংবাদ পাই তালতলায় একটি ভাসমান মরদেহ রয়েছে। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। মরদেহটি আব্দুল কুদ্দুসের বলে শনাক্ত করে তাঁর পরিবার। মরদেহটি তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
সোমবার একটি নৌকায় ১৬ জন কৃষক যাচ্ছিলেন। নৌকাটি ঘাট থেকে পদ্মার চরের মাঝামাঝি গেলে তলিয়ে যায়। এ সময় নৌকায় থাকা সবাই চিৎকার করলে স্থানীয়রা ঘাট থেকে নৌকা নিয়ে ঘটনাস্থলে গিয়ে ১৫ জনকে উদ্ধার করতে সক্ষম হয়। আব্দুল কুদ্দুস তলিয়ে গেলে তাঁকে উদ্ধার করতে না পেরে পাংশা ফায়ার সার্ভিসকে খবর দেয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা তিন দফা দাবিতে এবার কাঁথা–বালিশ নিয়ে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
৩ মিনিট আগেপাবনার চাটমোহরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ বস্তা চালসহ আটক হওয়ার পর কৌশলে পালিয়ে গেছেন কৃষক দলের এক নেতা। আজ সোমবার দুপুরে পৌর শহরের জারদিস মোড়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সেলিম হোসেন ভাঙ্গুরা উপজেলার অষ্টমনীষা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক।
৬ মিনিট আগেফ্যাসিস্ট বিচারপতিদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আজ সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিট এই সমাবেশের আয়োজন করে।
১৫ মিনিট আগেবাংলাদেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজার এবার সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট সংযোগের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে। আগামী জুলাই থেকে কক্সবাজার বিমানবন্দর পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে। এটি হবে দেশের চতুর্থ আন্তর্জাতিক গেটওয়ে বা প্রবেশদ্বার। এই লক্ষ্য পূরণে বেসামরিক বিমান
২২ মিনিট আগে