Ajker Patrika

রাজশাহীতে ২ কোটি টাকার হেরোইন জব্দ করেছে র‍্যাব

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে ২ কোটি টাকার হেরোইন জব্দ করেছে র‍্যাব

রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত এলাকা থেকে প্রায় পৌনে দুই কোটি টাকার হেরোইন জব্দ করেছে র‍্যাব। আজ রোববার ভোরে সীমান্ত লাগোয়া গ্রাম চর ভুবনপাড়ায় অভিযান চালিয়ে এ হেরোইন জব্দ করা হয়। 

পদ্মা পারি দিয়ে দুর্গম ওই চরে অভিযানে মিশু শেখ (২১) নামে একজনকে আটক করে র‍্যাব-৫ এর রাজশাহীর একটি দল। পরে তার বাড়িতে তল্লাশি করে এক কেজি ৭৮০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। 

র‍্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘পদ্মা পারি দিয়ে দুর্গম ওই চরে র‍্যাব সদস্যরা মিশুর বাড়ি ঘেরাও করে। এ সময় বাড়ির পেছনের ছোট দরজা খুলে ভুট্টা খেতের মধ্যে দিয়ে একজন সীমান্তবর্তী এলাকার দিকে পালিয়ে যায়। আর বাড়িতে মিশুকে আটক করা হয়। পরে বাড়িটি তল্লাশি করে খড়ের স্তূপের ভেতর থেকে হেরোইন উদ্ধার করা হয়। এ নিয়ে দুজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত