চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে পুলিশকে ধাক্কা দিয়ে হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া আসামি মাসুম ওরফে মাসুদ রানাকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ সোমবার চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫-এর অধিনায়ক রিয়াজ শাহরিয়ার এ তথ্য জানান।
এর আগে আজ ভোরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাড়ীনগর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর সহযোগী মো. ইলিয়াসকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৮০০ গ্রাম হেরোইন, হারিয়ে যাওয়া হাতকড়া ও একটি মোটরসাইকেল উদ্ধারের কথা জানায় র্যাব।
গ্রেপ্তার মাসুদ রানা (২৮) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কোদালকাটি জেলেপাড়া গ্রামের মো. নাজিবুল ইসলাম ওরফে নাজিবুরের ছেলে ও মাসুদ রানার সহযোগী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাড়ীনগর গ্রামের মৃত নায়েব আলীর ছেলে মো. ইলিয়াস (২৪)।
র্যাব জানায়, পুলিশকে ধাক্কা দিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়ার পর র্যাব তাঁকে গ্রেপ্তারে অভিযান শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুর্গম চরে অভিযান পরিচালনা করে তাঁকে হাতেনাতে মাদক ও অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এ ছাড়া তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও হাতকড়া উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার একাধিক মাদক মামলার আসামি মাসুদ রানা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, পালিয়ে বেশ কিছু দিন ভারতে অবস্থান করেছিলেন। কয়েক দিন আগে দেশে ফিরেছেন তিনি।
এর আগে গত ২৪ মে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মাসুদ রানাকে আটক করেন বিজিবি পোলাডাঙ্গা ক্যাম্পের সদস্যরা। পরে পুলিশ তাঁকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় নিয়ে আসে। এ সময় গ্রেপ্তার আসামি মাসুদ রানার মোবাইল ফোনে হেরোইনের ছবি দেখা যায়। রাতে তাঁকে সঙ্গে নিয়েই দুর্গম চরাঞ্চল সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের কোদালকাটি এলাকায় অভিযানে যায় পুলিশ।
সেখানে স্কুলপাড়ার একটি পাটখড়ির মাচা থেকে কোটি টাকা দামের ১ কেজি ৮২ গ্রাম হেরোইন উদ্ধার করে। এ সময় মাসুদের হাতে হাতকড়া লাগানো ছিল। ফেরার পথে ভোর ৫টার দিকে জেলেপাড়ার একটি লিচুবাগানে পুলিশ সদস্যদের ধাক্কা দিয়ে মাসুদ হাতকড়া নিয়েই দৌড়ে অন্ধকারের মধ্যে লুকিয়ে যান। এরপর পুলিশ পিছু নিলেও তাঁকে ধরতে পারেনি। এ ঘটনায় পুলিশের ছয় সদস্যকে প্রথমে থানা থেকে প্রত্যাহার ও পরে সাময়িক বরখাস্ত করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে পুলিশকে ধাক্কা দিয়ে হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া আসামি মাসুম ওরফে মাসুদ রানাকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ সোমবার চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫-এর অধিনায়ক রিয়াজ শাহরিয়ার এ তথ্য জানান।
এর আগে আজ ভোরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাড়ীনগর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর সহযোগী মো. ইলিয়াসকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৮০০ গ্রাম হেরোইন, হারিয়ে যাওয়া হাতকড়া ও একটি মোটরসাইকেল উদ্ধারের কথা জানায় র্যাব।
গ্রেপ্তার মাসুদ রানা (২৮) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কোদালকাটি জেলেপাড়া গ্রামের মো. নাজিবুল ইসলাম ওরফে নাজিবুরের ছেলে ও মাসুদ রানার সহযোগী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাড়ীনগর গ্রামের মৃত নায়েব আলীর ছেলে মো. ইলিয়াস (২৪)।
র্যাব জানায়, পুলিশকে ধাক্কা দিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়ার পর র্যাব তাঁকে গ্রেপ্তারে অভিযান শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুর্গম চরে অভিযান পরিচালনা করে তাঁকে হাতেনাতে মাদক ও অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এ ছাড়া তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও হাতকড়া উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার একাধিক মাদক মামলার আসামি মাসুদ রানা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, পালিয়ে বেশ কিছু দিন ভারতে অবস্থান করেছিলেন। কয়েক দিন আগে দেশে ফিরেছেন তিনি।
এর আগে গত ২৪ মে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মাসুদ রানাকে আটক করেন বিজিবি পোলাডাঙ্গা ক্যাম্পের সদস্যরা। পরে পুলিশ তাঁকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় নিয়ে আসে। এ সময় গ্রেপ্তার আসামি মাসুদ রানার মোবাইল ফোনে হেরোইনের ছবি দেখা যায়। রাতে তাঁকে সঙ্গে নিয়েই দুর্গম চরাঞ্চল সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের কোদালকাটি এলাকায় অভিযানে যায় পুলিশ।
সেখানে স্কুলপাড়ার একটি পাটখড়ির মাচা থেকে কোটি টাকা দামের ১ কেজি ৮২ গ্রাম হেরোইন উদ্ধার করে। এ সময় মাসুদের হাতে হাতকড়া লাগানো ছিল। ফেরার পথে ভোর ৫টার দিকে জেলেপাড়ার একটি লিচুবাগানে পুলিশ সদস্যদের ধাক্কা দিয়ে মাসুদ হাতকড়া নিয়েই দৌড়ে অন্ধকারের মধ্যে লুকিয়ে যান। এরপর পুলিশ পিছু নিলেও তাঁকে ধরতে পারেনি। এ ঘটনায় পুলিশের ছয় সদস্যকে প্রথমে থানা থেকে প্রত্যাহার ও পরে সাময়িক বরখাস্ত করা হয়।
প্রতি বছরের মতো এ বছরও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ভোলার ১০ গ্রামে আজ শনিবার থেকে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। গ্রামগুলোর অন্তত ৫ হাজার মানুষ আজ থেকেই রোজা রাখা শুরু করেছেন। মূলত গ্রামগুলোর বাসিন্দাদের যাঁরা শরীয়তপুরের সুরেশ্বরী দরবার শরীফ ও সাতকানিয়ার মির্জাখিল দরবার শরিফের অনুসারী, তাঁরা সৌদি...
১০ মিনিট আগেছকিনার ছেলে সাব্বির আহম্মেদ বলেন, গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে রুবেল বাড়িতে এসে তাঁর মাকে ঘুম থেকে ডেকে তোলেন। তাঁকে ছেড়ে দিয়ে প্রথম স্বামীকে বিয়ে করায় তাঁদের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে সঙ্গে নিয়ে আসা রামদা দিয়ে কোপানো শুরু করেন। এ সময় তাঁর নানি আনোয়ারা বেগম এগিয়ে গেলে তাঁকেও কুপিয়ে রুবেল...
২৩ মিনিট আগেসৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ২০টি গ্রামের মুসলমানেরা আজ শনিবার থেকে পবিত্র রমজানের রোজা রাখা শুরু করেছেন। এসব গ্রামের বাসিন্দারা গতকাল শুক্রবার রাতে তারাবির নামাজ আদায় এবং ভোররাতে সাহরি খাওয়ার মধ্য দিয়ে রমজান মাসের আনুষ্ঠানিকতা শুরু করেন।
৩২ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আল-আমীন (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত আল-আমীন উপজেলার পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।
১ ঘণ্টা আগে