সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি স. ম আফসার আলী ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুলের বিরুদ্ধে করা মামলা তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত। ১৩ জানুয়ারি মামলার বাদী রাশিদা সুলতানার আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্তের নির্দেশ দেওয়া হয়।
আজ শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মুন্সিখানার দায়িত্বপ্রাপ্ত কনস্টেবল লিমা বলেন, ‘গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আদালত থেকে পাঠানো মামলার প্রয়োজনীয় কাগজপত্র হাতে পেয়েছি। পুলিশ সুপার স্যার ছুটিতে আছেন। তাঁর সঙ্গে পরামর্শ করে মামলাটি তদন্ত করার জন্য এক সাব-ইন্সপেক্টরকে দায়িত্ব দেওয়া হয়েছে।’
এর আগে ৭ অক্টোবর ১০ লাখ টাকা চাঁদা দাবি ও জোরপূর্বক পুকুরের মাছ মারার (লুট) অভিযোগে তাড়াশ উপজেলার জাহাঙ্গীরগাতী গ্রামের রাশিদা সুলতানা বাদী হয়ে মামলাটি করেন। পরে মামলার তদন্ত করে পুলিশ। পুলিশের তদন্ত প্রতিবেদনে আফসার আলী, আমিনুর রহমান টুটুলসহ ৫ আসামিকে অব্যাহিত দেয় পুলিশ। পরে পুলিশের করা প্রতিবেদনের ওপর নারাজি দেয় বাদীপক্ষ। ১৩ জানুয়ারি মামলাটি তদন্তের জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা পিবিআইকে দায়িত্ব দেওয়ার আবেদন করা হয়।
মামলায় তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
জানতে চাইলে তাড়াশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল বলেন, ‘মামলার বাদী যে অভিযোগ করেছেন, তা সত্য নয়। তদন্তে তা প্রমাণিত হয়েছে। তদন্তকারী কর্মকর্তা আমাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাননি।’
এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ‘বাদীর অভিযোগ সত্য নয়, ভুয়া কথা। আমরা যা তদন্তে পেয়েছি, তা-ই দিয়েছি।’
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি স. ম আফসার আলী ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুলের বিরুদ্ধে করা মামলা তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত। ১৩ জানুয়ারি মামলার বাদী রাশিদা সুলতানার আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্তের নির্দেশ দেওয়া হয়।
আজ শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মুন্সিখানার দায়িত্বপ্রাপ্ত কনস্টেবল লিমা বলেন, ‘গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আদালত থেকে পাঠানো মামলার প্রয়োজনীয় কাগজপত্র হাতে পেয়েছি। পুলিশ সুপার স্যার ছুটিতে আছেন। তাঁর সঙ্গে পরামর্শ করে মামলাটি তদন্ত করার জন্য এক সাব-ইন্সপেক্টরকে দায়িত্ব দেওয়া হয়েছে।’
এর আগে ৭ অক্টোবর ১০ লাখ টাকা চাঁদা দাবি ও জোরপূর্বক পুকুরের মাছ মারার (লুট) অভিযোগে তাড়াশ উপজেলার জাহাঙ্গীরগাতী গ্রামের রাশিদা সুলতানা বাদী হয়ে মামলাটি করেন। পরে মামলার তদন্ত করে পুলিশ। পুলিশের তদন্ত প্রতিবেদনে আফসার আলী, আমিনুর রহমান টুটুলসহ ৫ আসামিকে অব্যাহিত দেয় পুলিশ। পরে পুলিশের করা প্রতিবেদনের ওপর নারাজি দেয় বাদীপক্ষ। ১৩ জানুয়ারি মামলাটি তদন্তের জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা পিবিআইকে দায়িত্ব দেওয়ার আবেদন করা হয়।
মামলায় তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
জানতে চাইলে তাড়াশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল বলেন, ‘মামলার বাদী যে অভিযোগ করেছেন, তা সত্য নয়। তদন্তে তা প্রমাণিত হয়েছে। তদন্তকারী কর্মকর্তা আমাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাননি।’
এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ‘বাদীর অভিযোগ সত্য নয়, ভুয়া কথা। আমরা যা তদন্তে পেয়েছি, তা-ই দিয়েছি।’
বাদী শিক্ষার্থী গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের একটি কলেজে বৃত্তিসহ ভর্তির সুযোগ পান। ১১ ফেব্রুয়ারি ‘Drake For a reason’ নামের একটি ফেসবুক পেজে তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য পোস্ট করা হয়, যেখানে তাঁকে প্রতারণার মাধ্যমে যুক্তরাষ্ট্রের কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন বলে উল্লেখ করা হয়। পরদিন
৫ মিনিট আগেভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে রোববার (২০ এপ্রিল) সমাবেশ করবেন জেলার সাধারণ মানুষ। সকাল ১০টায় ভোল সদরের বাংলা স্কুল মাঠে হবে এই সমাবেশ। ‘আগামীর ভোলা’ নামে একটি সামাজিক সংগঠনের ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।
৩২ মিনিট আগেবেতন-ভাতাবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশসহ প্রতিবেদন বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ও উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (এসএমইউ) উপাচার্যকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ১২টায় নগরের চৌহাট্টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্য
৩৮ মিনিট আগেগাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে চুরি হওয়া তিনটি বিপন্ন রিংটেইল লেমুরের মধ্যে একটি লেমুর উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মো. দেলোয়ার হোসেন তওসীফ (২২) নামের এক যুবককে জামালপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
৩৯ মিনিট আগে