রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর বিনা অনুমতিতে ভিডিও ধারণ করে উত্ত্যক্ত করার অভিযোগে বহিরাগত দুই শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বরসংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।
আটক দুই বহিরাগত হলেন বরেন্দ্র কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী নাজমুস সাকিব এবং শাহ মখ্দুম কলেজের একই বর্ষের শিক্ষার্থী সিয়াম আল হাসান।
ভুক্তভোগী ছাত্রী ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ওই ছাত্রী ক্যাম্পাসে প্রবেশ করছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পার হয়ে শহীদ শামসুজ্জোহা চত্বরের দিকে এগিয়ে এলে তিনটি মোটরসাইকেলে কয়েক যুবক ওই ছাত্রীকে অনুসরণ করেন। এতে ওই নারী শিক্ষার্থী ভয় পেয়ে চিৎকার করেন। এ সময় মোটরসাইকেলে থাকা কয়েকজন ওই শিক্ষার্থীকে জানান, পেছনে থেকে একটি ছেলে তাঁর ভিডিও করছেন। পরে ক্যাম্পাসের কয়েকজন শিক্ষার্থীর সহায়তায় তাঁরা ভিডিও ধারণকারী দুজনকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে নিয়ে যান।
বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত প্রক্টরিয়াল বডির সদস্যরা ওই ছাত্রী, মোটরসাইকেল আরোহী ও অভিযুক্তদের কাছ থেকে ঘটনার বিস্তারিত শোনেন। পরে মোটরসাইকেল আরোহীদের ক্যাম্পাসে প্রবেশ না করার শর্তে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এ ছাড়া উত্ত্যক্ত ও ভিডিও ধারণকারী দুজনকে মতিহার থানায় সোপর্দ করা হয়।
ঘটনার ব্যাপারে জানতে চাইলে ভুক্তভোগী ছাত্রী বলেন, ‘আমার ক্যাম্পাসকে আমি নিজের বাড়ি মনে করি। কিন্তু আজকে ক্যাম্পাসে হাঁটার সময় দুজন ছেলে পেছন থেকে বাজেভাবে আমার ভিডিও ধারণ করেন। এতে আমি বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যাই এবং এ ঘটনায় চিৎকার দিই। এতে আশপাশের লোকজন জড়ো হয়ে তাঁদের ধরে ফেলেন।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘এক ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে ধরে নিয়ে আসা তিনজনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে ছাত্রীর ভিডিও ধারণকারীদের পুলিশে সোপর্দ করা হয়েছে। ক্যাম্পাসের নিরাপত্তা বাড়াতে বিশ্ববিদ্যালয়ের ফটকগুলোতে পুলিশি টহল বাড়ানো হয়েছে।’
নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে দুজনকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে সে অনুযায়ী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর বিনা অনুমতিতে ভিডিও ধারণ করে উত্ত্যক্ত করার অভিযোগে বহিরাগত দুই শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বরসংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।
আটক দুই বহিরাগত হলেন বরেন্দ্র কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী নাজমুস সাকিব এবং শাহ মখ্দুম কলেজের একই বর্ষের শিক্ষার্থী সিয়াম আল হাসান।
ভুক্তভোগী ছাত্রী ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ওই ছাত্রী ক্যাম্পাসে প্রবেশ করছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পার হয়ে শহীদ শামসুজ্জোহা চত্বরের দিকে এগিয়ে এলে তিনটি মোটরসাইকেলে কয়েক যুবক ওই ছাত্রীকে অনুসরণ করেন। এতে ওই নারী শিক্ষার্থী ভয় পেয়ে চিৎকার করেন। এ সময় মোটরসাইকেলে থাকা কয়েকজন ওই শিক্ষার্থীকে জানান, পেছনে থেকে একটি ছেলে তাঁর ভিডিও করছেন। পরে ক্যাম্পাসের কয়েকজন শিক্ষার্থীর সহায়তায় তাঁরা ভিডিও ধারণকারী দুজনকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে নিয়ে যান।
বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত প্রক্টরিয়াল বডির সদস্যরা ওই ছাত্রী, মোটরসাইকেল আরোহী ও অভিযুক্তদের কাছ থেকে ঘটনার বিস্তারিত শোনেন। পরে মোটরসাইকেল আরোহীদের ক্যাম্পাসে প্রবেশ না করার শর্তে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এ ছাড়া উত্ত্যক্ত ও ভিডিও ধারণকারী দুজনকে মতিহার থানায় সোপর্দ করা হয়।
ঘটনার ব্যাপারে জানতে চাইলে ভুক্তভোগী ছাত্রী বলেন, ‘আমার ক্যাম্পাসকে আমি নিজের বাড়ি মনে করি। কিন্তু আজকে ক্যাম্পাসে হাঁটার সময় দুজন ছেলে পেছন থেকে বাজেভাবে আমার ভিডিও ধারণ করেন। এতে আমি বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যাই এবং এ ঘটনায় চিৎকার দিই। এতে আশপাশের লোকজন জড়ো হয়ে তাঁদের ধরে ফেলেন।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘এক ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে ধরে নিয়ে আসা তিনজনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে ছাত্রীর ভিডিও ধারণকারীদের পুলিশে সোপর্দ করা হয়েছে। ক্যাম্পাসের নিরাপত্তা বাড়াতে বিশ্ববিদ্যালয়ের ফটকগুলোতে পুলিশি টহল বাড়ানো হয়েছে।’
নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে দুজনকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে সে অনুযায়ী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
ময়মনসিংহে ব্যবসায়ী নূরুল হক ওরফে আশরাফ আলী হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হারুন অর রশিদ এই রায় দেন। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের রায় দেওয়া হয়।
৬ মিনিট আগেনাটোরের লালপুরে নিখোঁজের দুই দিন পর মো. সোহাগ হোসেন সুইট (২১) নামের এক ছাত্রলীগ কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২১ জুলাই) উপজেলার গোপালপুর পৌরসভার বিজয়পুর-চকনাজিরপুর গ্রামীণ সড়কের পাশে চকিদার মোড় এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
৮ মিনিট আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য নেগেটিভ গ্রুপের রক্তের সংকট দেখা দিয়েছে। সবচেয়ে সংকট পড়েছে ‘ও’ নেগেটিভ গ্রুপের রক্তের।
১৭ মিনিট আগেঢাকায় বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ বিমানের নিহত পাইলট তৌকির ইসলাম সাগরের রাজশাহীর বাড়ির সামনে ভিড় করছেন প্রতিবেশী ও স্বজনেরা। স্বজনদের অনেকেই কান্নায় ভেঙে পড়ছেন। আর তৌকিরের পরিবারের সদস্যদের বিকেলে রাজশাহী থেকে বিমানবাহিনীর উড়োহাজাজে করে ঢাকায় নেওয়া হয়েছে।
২৩ মিনিট আগে