Ajker Patrika

রাষ্ট্র সংস্কার না হলে ভয়াবহ বিপ্লব হতে পারে: জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। ছবি: আজকের পত্রিকা
রাজশাহীতে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

প্রশাসনে সংশোধনের মাধ্যমে রাষ্ট্র সংস্কার না হলে পরে আবারও ভয়াবহ বিপ্লব হতে পারে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। তিনি বলেন, ‘এবারের বিপ্লবে তো তেমন কিছু হয়নি। পরে আবার বিপ্লব হলে সেটা হবে ভয়াবহ।’

আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তা ও গণমান্য ব্যক্তিবর্গের সঙ্গে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন আব্দুল মুয়ীদ চৌধুরী। এর আগে সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই সভা হয়।

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান বলেন, ‘প্রশাসনের কর্মকর্তারা রাষ্ট্রের ক্ষমতার একজন হেফাজতকারী মাত্র। আপনার উচিত জনগণকে স্বস্তি দেওয়ার জন্য এটিকে ব্যবহার করা।’ তিনি বলেন, ‘এখন মানুষ আগের মতো নেই। কোথাও কোনো কিছু হলে সঙ্গে সঙ্গে তারা ঘিরে ফেলে। এটা আগে ছিল না। মানুষ যাতে আইন হাতে তুলে না নেয়, সেটা আমাদের বোঝাতে হবে।’

এ সময় জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান, কমিশনের সদস্য ও প্রফেসর ডা. সৈয়দা শাহীনা সোবহান, ছাত্রপ্রতিনিধি মেহেদী হাসান, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত