নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সংস্কারকাজে অনিয়ম নিয়ে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর নগর ভবনের প্রকৌশল শাখায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইনের নেতৃত্বে অভিযানে ছিলেন অন্য সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দিক এবং উপসহকারী পরিচালক মাহবুবুর রহমান। তাঁদের দীর্ঘক্ষণ বসিয়ে রাখলেও প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করতে পারেননি সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আহমদ আল মঈন।
অভিযান শেষে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন বলেন, কাজ ইতিমধ্যে অর্ধেক শেষ হয়েছে। বেশির ভাগ কাজের ঠিকাদার নির্বাচন-সংক্রান্ত কাগজপত্র দেখাতে পারেনি সিটি করপোরেশন। আবার যেসব কাগজ দিয়েছে, তার একটি যাচাইয়ের জন্য ঠিকাদারের মোবাইল নম্বরে ফোন করে দেখা গেছে, নম্বরটি কোনো ঠিকাদারের নয়। তিনি চাঁদপুরের এক ব্যক্তি।
ুদক কর্মকর্তা আমির হোসাইন বলেন, ‘দীর্ঘক্ষণ বসিয়ে রেখে মাত্র তিনটি ফাইল তাঁরা আমাদের দিয়েছেন। আর আমরা ঠিকাদারের সঙ্গে কথা বলে জেনেছি, এখনো সাতটা কাজ চলমান। কিন্তু এ সাতটা কাজের কাগজপত্র দেখাতে পারেনি। অলরেডি কাজের হাফ ডান।’
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই সিটি করপোরেশনে তাণ্ডব চালানো হয়। লুটপাট ও অগ্নিসংযোগ করা হয় নগর ভবনে। এতে ২১ কোটি ১১ লাখ ৬৫ হাজার ৪৯ টাকার ক্ষতি হয়। সম্প্রতি এসবেরই সংস্কারকাজ শুরু হয়েছে; কিন্তু নিয়মনীতি অনুসরণ করা হচ্ছে না। এ বিষয়ে গত বছরের ৩১ ডিসেম্বর আজকের পত্রিকায় ‘টেন্ডার-কোটেশন ছাড়াই বিএনপি নেতাকে কাজ’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে গতকাল অভিযান চালায় দুদক।
এ বিষয়ে জানতে চাইলে সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী প্রকৌশলী আহমদ আল মঈন বলেন, ‘তাঁরা তাঁদের মতো বক্তব্য দিয়েছেন। আমরা নিয়ম মেনেই কাজ করছি।’
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সংস্কারকাজে অনিয়ম নিয়ে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর নগর ভবনের প্রকৌশল শাখায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইনের নেতৃত্বে অভিযানে ছিলেন অন্য সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দিক এবং উপসহকারী পরিচালক মাহবুবুর রহমান। তাঁদের দীর্ঘক্ষণ বসিয়ে রাখলেও প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করতে পারেননি সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আহমদ আল মঈন।
অভিযান শেষে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন বলেন, কাজ ইতিমধ্যে অর্ধেক শেষ হয়েছে। বেশির ভাগ কাজের ঠিকাদার নির্বাচন-সংক্রান্ত কাগজপত্র দেখাতে পারেনি সিটি করপোরেশন। আবার যেসব কাগজ দিয়েছে, তার একটি যাচাইয়ের জন্য ঠিকাদারের মোবাইল নম্বরে ফোন করে দেখা গেছে, নম্বরটি কোনো ঠিকাদারের নয়। তিনি চাঁদপুরের এক ব্যক্তি।
ুদক কর্মকর্তা আমির হোসাইন বলেন, ‘দীর্ঘক্ষণ বসিয়ে রেখে মাত্র তিনটি ফাইল তাঁরা আমাদের দিয়েছেন। আর আমরা ঠিকাদারের সঙ্গে কথা বলে জেনেছি, এখনো সাতটা কাজ চলমান। কিন্তু এ সাতটা কাজের কাগজপত্র দেখাতে পারেনি। অলরেডি কাজের হাফ ডান।’
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই সিটি করপোরেশনে তাণ্ডব চালানো হয়। লুটপাট ও অগ্নিসংযোগ করা হয় নগর ভবনে। এতে ২১ কোটি ১১ লাখ ৬৫ হাজার ৪৯ টাকার ক্ষতি হয়। সম্প্রতি এসবেরই সংস্কারকাজ শুরু হয়েছে; কিন্তু নিয়মনীতি অনুসরণ করা হচ্ছে না। এ বিষয়ে গত বছরের ৩১ ডিসেম্বর আজকের পত্রিকায় ‘টেন্ডার-কোটেশন ছাড়াই বিএনপি নেতাকে কাজ’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে গতকাল অভিযান চালায় দুদক।
এ বিষয়ে জানতে চাইলে সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী প্রকৌশলী আহমদ আল মঈন বলেন, ‘তাঁরা তাঁদের মতো বক্তব্য দিয়েছেন। আমরা নিয়ম মেনেই কাজ করছি।’
নওগাঁর রাণীনগরে অভ্যন্তরীণ ধান-চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত সময়ে অর্জিত হয়নি। কৃষকেরা ধান না দেওয়ায় এবং মিলাররা চাল না দেওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এই অবস্থায় মিলারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সুপারিশ করে প্রতিবেদন দাখিল করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা।
৩ ঘণ্টা আগেযশোর জেলায় এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত গত পাঁচ মাসে ৩৬ জন খুন হয়েছেন। বিভিন্ন থানায় ধর্ষণের মামলা করা হয়েছে ২২টি। সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে এসব ঘটনা ঘটছে বলে মনে করছেন সমাজবিজ্ঞানীরা। রাজনৈতিক পটপরিবর্তনের পর অপরাধপ্রবণতা বেড়েছে বলে অভিযোগ উঠেছে।
৬ ঘণ্টা আগেসিলেট জেলায় অবৈধভাবে পাহাড় ও টিলা কাটা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
৯ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর ভোট গণনার কাজ চলছে। আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
৯ ঘণ্টা আগে