পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়ায় সিরামপুর বিল থেকে অজ্ঞাত (২৭) যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। স্থানীয়রা বলছে, দুর্বৃত্তরা ওই যুবককে দূরে কোথাও হত্যার পর এখানে ফেলে দিয়েছে।
আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের সিরামপুর বিল থেকে ওই যুবকের থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শিলমাড়িয়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ ও উপপরিদর্শক (এসআই) ফিরোজ হোসেন।
এসআই ফিরোজ বলেন, মরদেহ উদ্ধারের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তারা ঘটনাস্থলে এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করবে।
এই শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল বলেন, ‘সকালে স্থানীয় কৃষকেরা বিলে কাজ করতে যান। এ সময় ওই যুবকের মরদেহ ভাসতে দেখে চিৎকার শুরু করেন। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে থানা-পুলিশে খবর দেয়।’
চেয়ারম্যান আরও বলেন, ‘লাশটি ফুলে গেছে। কয়েকটি স্থানে জখমের চিহ্ন রয়েছে। এই বিলে কবে বা কখন লাশটি ফেলে রাখা হয়েছে তা বলা যাচ্ছে না।’
এ ঘটনায় পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, ‘এখনো পর্যন্ত ওই মরদেহের কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে তার পরিচয় নিশ্চিত করতে বিভিন্ন মাধ্যমে বার্তা পাঠানো হয়েছে।’
ওসি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দূরে কোথাও তাঁকে হত্যা করে এই বিলে ফেলে রেখে গেছে। তবে তদন্তকাজ চলছে। অন্যদিকে উদ্ধারকৃত মরদেহের ময়নাতদন্ত করতে রামেক হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’
রাজশাহীর পুঠিয়ায় সিরামপুর বিল থেকে অজ্ঞাত (২৭) যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। স্থানীয়রা বলছে, দুর্বৃত্তরা ওই যুবককে দূরে কোথাও হত্যার পর এখানে ফেলে দিয়েছে।
আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের সিরামপুর বিল থেকে ওই যুবকের থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শিলমাড়িয়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ ও উপপরিদর্শক (এসআই) ফিরোজ হোসেন।
এসআই ফিরোজ বলেন, মরদেহ উদ্ধারের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তারা ঘটনাস্থলে এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করবে।
এই শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল বলেন, ‘সকালে স্থানীয় কৃষকেরা বিলে কাজ করতে যান। এ সময় ওই যুবকের মরদেহ ভাসতে দেখে চিৎকার শুরু করেন। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে থানা-পুলিশে খবর দেয়।’
চেয়ারম্যান আরও বলেন, ‘লাশটি ফুলে গেছে। কয়েকটি স্থানে জখমের চিহ্ন রয়েছে। এই বিলে কবে বা কখন লাশটি ফেলে রাখা হয়েছে তা বলা যাচ্ছে না।’
এ ঘটনায় পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, ‘এখনো পর্যন্ত ওই মরদেহের কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে তার পরিচয় নিশ্চিত করতে বিভিন্ন মাধ্যমে বার্তা পাঠানো হয়েছে।’
ওসি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দূরে কোথাও তাঁকে হত্যা করে এই বিলে ফেলে রেখে গেছে। তবে তদন্তকাজ চলছে। অন্যদিকে উদ্ধারকৃত মরদেহের ময়নাতদন্ত করতে রামেক হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে নেত্রকোনায় অবস্থান কর্মসূচি পালন করেছেন ছাত্রদল নেতা-কর্মীরা।
১৮ মিনিট আগেকুমিল্লার চৌদ্দগ্রামে মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা করে গ্রামছাড়া হয়েছে সাবেক এক ইউপি সদস্যের পরিবার। আব্দুর রাজ্জাক নামের সাবেক ওই ইউপি সদস্যের বাড়ি গোলপাশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে। তাঁর অভিযোগ, পাঁচ মাদক কারবারি তাঁর ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছিল। এ কারণে তিনি মামলা করলে আসামিরা তাঁকে মামলা তুলে নিতে
২২ মিনিট আগে৯ মাস পর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম, মেরিনা জাহান কবিতাসহ আওয়ামী লীগের ৭৬ নেতা-কর্মীর নামে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ১০০-১২০ জনকে আসামি করা হয়েছে।
২৭ মিনিট আগেবৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের বিশেষ প্রতিনিধি হিসেবে পরিচিত এস এম কামাল হায়দারকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ বৃহস্পতিবার ভোরে রাজধানীর একটি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ...
২৮ মিনিট আগে