Ajker Patrika

বগুড়ায় রাতে দুই ট্রাকে আগুন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ায় রাতে দুই ট্রাকে আগুন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে দুটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত ১১টার দিকে উপজেলার দশমাইল নামক স্থানে এই ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। ট্রাক দুটির সামনের অংশ কিছুটা পুড়ে গেছে।’ 

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ট্রাক দুটির একটি মাটি ভর্তি অবস্থায় বগুড়ার কাহালু থেকে ঢাকায় ও অপরটি জয়পুরহাট থেকে কলা নিয়ে সিলেটে যাচ্ছিল। রাত আনুমানিক ১১টার দিকে দশমাইলে পৌঁছালে একদল লোক ট্রাক দুটি থামিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

মাটিবাহী ট্রাকের চালক আফজাল হোসেন (৩৫) বলেন, ‘আমি দশমাইলে পৌঁছালে চার পাঁচজন লোক ট্রাকের গতি রোধ করে আমাদের নিচে নামতে বলে। এরপর তারা পেট্রল দিয়ে ট্রাকে আগুন ধরিয়ে দেয়।’ 

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, ‘কে বা কারা ট্রাক দুটিতে আগুন দিয়েছে এখনো নিশ্চিত হওয়া যায়নি। আমার দুর্বৃত্তদের চিহ্নিত করার চেষ্টা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত