বগুড়া প্রতিনিধি
বগুড়ার গাবতলীতে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও যুবদলের নেতা হৃদয় হোসেন গোলজার ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে ছয়জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আজ শনিবার দুপুরে গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের চাকলা গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত হৃদয় হোসেন গোলজার নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। তবে তাঁর দাবি, সালিস করতে গিয়ে ধাওয়ার মুখে পড়লে তাঁর সহযোগীরা মারধর করেছেন।
আহত ব্যক্তিরা হলেন বাবুল আকন্দ (৪৫), খুকি বেগম (৭০), আবুল আকন্দ (৫৫), বিউটি বেগম (৪০), আ. হান্নান (৪০) ও পান্না (৩৮)। আহত ব্যক্তিদের মধ্যে বাবুল ও খুকিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, চাকলা গ্রামের বেলুছ মণ্ডল নামের এক ব্যক্তি সাত-আট মাস আগে ভিয়েতনামে যান। সেখানে গিয়ে জানতে পারেন, তাঁকে ভ্রমণ ভিসায় পাঠানো হয়েছে। কোনো কাজ না পেয়ে তিনি বাড়ি ফিরে আসেন। বেলুছ মণ্ডলকে ভিয়েতনামে পাঠাতে সহযোগিতা করেন গাবতলীর সুখানপুকুর ইউনিয়নের চামুরপাড়া গ্রামের মৃত অমেদ আলীর ছেলে সিএনজিচালক আব্দুল হান্নান।
এদিকে দেশে ফিরে বেলুছ মণ্ডল টাকা ফেরত চাইলে হান্নান টালবাহানা শুরু করেন। আজ সকাল ৭টার দিকে হান্নান সিএনজিচালিত অটোরিকশা নিয়ে নাড়ুয়ামালা আমতলা এলে বেলুছ মণ্ডলের লোকজন অটোরিকশাসহ তাঁকে ধরে নিয়ে বাড়িতে আটকে রাখেন। খবর পেয়ে হান্নানের ছোট ভাই থানায় লিখিত অভিযোগ দিয়ে লোকজন নিয়ে চাকলা গ্রামে বেলুছ মণ্ডলের বাড়িতে যান। এ সময় হৃদয় হোসেন গোলজার বেলুছ মণ্ডলের বাড়িতে যান। সেখানে আলোচনার একপর্যায়ে মারপিটের ঘটনা ঘটে।
অটোরিকশাচালক হান্নানের ভাই জিল্লুর রহমান বলেন, বেলুছ মণ্ডলের বাড়িতে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায় চেয়ারম্যান তাঁর লোকজন নিয়ে হাজির হন। তিনি কোনো কথা না শুনেই এলোপাতাড়ি মারপিট শুরু করেন। এ সময় তাঁর সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ছয়জনকে আহত করেন।
জানতে চাইলে হৃদয় হোসেন গোলজার বলেন, ‘চাকলা গ্রামেই আমার বাড়ি। থানা-পুলিশের অনুরোধে আমি বেলুছ মণ্ডলের বাড়িতে যাই। ঘটনা মীমাংসা করতে গেলে হান্নানের গ্রাম থেকে আসা লোকজন আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আমার গ্রামে এসে তাঁরা আমাকেই ধাওয়া করেন। এ সময় আমার সঙ্গে থাকা লোকজনের মারপিটে কয়েকজন আহত হন।’
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, ‘ইউপি চেয়ারম্যানকে আমি যেতে বলিনি। মারামারির খবর পেয়ে পুলিশ সেখানে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আহত ব্যক্তিদের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বগুড়ার গাবতলীতে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও যুবদলের নেতা হৃদয় হোসেন গোলজার ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে ছয়জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আজ শনিবার দুপুরে গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের চাকলা গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত হৃদয় হোসেন গোলজার নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। তবে তাঁর দাবি, সালিস করতে গিয়ে ধাওয়ার মুখে পড়লে তাঁর সহযোগীরা মারধর করেছেন।
আহত ব্যক্তিরা হলেন বাবুল আকন্দ (৪৫), খুকি বেগম (৭০), আবুল আকন্দ (৫৫), বিউটি বেগম (৪০), আ. হান্নান (৪০) ও পান্না (৩৮)। আহত ব্যক্তিদের মধ্যে বাবুল ও খুকিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, চাকলা গ্রামের বেলুছ মণ্ডল নামের এক ব্যক্তি সাত-আট মাস আগে ভিয়েতনামে যান। সেখানে গিয়ে জানতে পারেন, তাঁকে ভ্রমণ ভিসায় পাঠানো হয়েছে। কোনো কাজ না পেয়ে তিনি বাড়ি ফিরে আসেন। বেলুছ মণ্ডলকে ভিয়েতনামে পাঠাতে সহযোগিতা করেন গাবতলীর সুখানপুকুর ইউনিয়নের চামুরপাড়া গ্রামের মৃত অমেদ আলীর ছেলে সিএনজিচালক আব্দুল হান্নান।
এদিকে দেশে ফিরে বেলুছ মণ্ডল টাকা ফেরত চাইলে হান্নান টালবাহানা শুরু করেন। আজ সকাল ৭টার দিকে হান্নান সিএনজিচালিত অটোরিকশা নিয়ে নাড়ুয়ামালা আমতলা এলে বেলুছ মণ্ডলের লোকজন অটোরিকশাসহ তাঁকে ধরে নিয়ে বাড়িতে আটকে রাখেন। খবর পেয়ে হান্নানের ছোট ভাই থানায় লিখিত অভিযোগ দিয়ে লোকজন নিয়ে চাকলা গ্রামে বেলুছ মণ্ডলের বাড়িতে যান। এ সময় হৃদয় হোসেন গোলজার বেলুছ মণ্ডলের বাড়িতে যান। সেখানে আলোচনার একপর্যায়ে মারপিটের ঘটনা ঘটে।
অটোরিকশাচালক হান্নানের ভাই জিল্লুর রহমান বলেন, বেলুছ মণ্ডলের বাড়িতে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায় চেয়ারম্যান তাঁর লোকজন নিয়ে হাজির হন। তিনি কোনো কথা না শুনেই এলোপাতাড়ি মারপিট শুরু করেন। এ সময় তাঁর সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ছয়জনকে আহত করেন।
জানতে চাইলে হৃদয় হোসেন গোলজার বলেন, ‘চাকলা গ্রামেই আমার বাড়ি। থানা-পুলিশের অনুরোধে আমি বেলুছ মণ্ডলের বাড়িতে যাই। ঘটনা মীমাংসা করতে গেলে হান্নানের গ্রাম থেকে আসা লোকজন আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আমার গ্রামে এসে তাঁরা আমাকেই ধাওয়া করেন। এ সময় আমার সঙ্গে থাকা লোকজনের মারপিটে কয়েকজন আহত হন।’
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, ‘ইউপি চেয়ারম্যানকে আমি যেতে বলিনি। মারামারির খবর পেয়ে পুলিশ সেখানে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আহত ব্যক্তিদের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
নরসিংদীর শিবপুরে ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের মুন্সেফেরচর (ইটাখোলা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু দুটি হলো মুন্সেফেরচর কাঁঠালতলা এলাকার শাকিল মিয়ার ছেলে আলিফ মিয়া (০৩) ও একই এলাকার সোহেল মিয়ার মেয়ে মায়ামনি (০৩)।
২ মিনিট আগেনোয়াখালীর সুবর্ণচরের চর আমান উল্যাহ ইউনিয়ন ও কাটাবুনিয়া ৩ নম্বর ওয়ার্ডের মারদোনা খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ রোববার সুবর্ণচর উপজেলা চত্বরে এই মানববন্ধন হয়। চর আমান উল্যাহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণির জনগণ এই মানববন্ধনের আয়োজন করে। এ সময় বক্তারা বলেন, খাল দখলমুক্ত না হলে এলাকা
৯ মিনিট আগেসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কবিতা নাগ (৫০) নামে এক স্কুল শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার চান্দাইকোনা নাগপাড়া এলাকার নিজ বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
১২ মিনিট আগেশনিবার রাতে জেলা শহরের ইসলামপাড়ার ভাড়া বাসা থেকে আরিফকে আটকের সময় আট জোড়া হাতকড়া, কারারক্ষীদের ছয় জোড়া কাঁধের ব্যাজ, আটটি মনোগ্রাম, শীতের জ্যাকেটসহ ১০ ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
১৫ মিনিট আগে