Ajker Patrika

আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় সমাবেশে নাটোর থেকে ছাড়বে বিশেষ ট্রেন: পলক

নাটোর প্রতিনিধি
আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ১১: ০৯
আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় সমাবেশে নাটোর থেকে ছাড়বে বিশেষ ট্রেন: পলক

আগামী ২৯ জানুয়ারি আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় সমাবেশে নাটোর জেলার নেতা-কর্মীদের যাতায়াতের সুবিধার্থে চলাচল করবে বিশেষ একটি ট্রেন। ট্রেনটি দুপুর ১টায় নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর স্টেশন থেকে ছেড়ে নলডাঙ্গা, বাসুদেবপুর, নাটোর ও ইয়াছিনপুরে পাঁচটি স্টেশনে থামবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে ট্রেনটিতে চেপে অন্তত ১০ হাজার নেতা-কর্মী রাজশাহী যাবেন বলে জানিয়েছেন নাটোর-৩ আসনের সংসদ সদস্য এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

গতকাল শনিবার বিকেলে অনিমা চৌধুরী অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের এক প্রতিনিধিসভায় এ কথা বলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ইতিমধ্যে বিশেষ এই ট্রেনের জন্য রেলপথ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেছে বলেও জানিয়েছেন তিনি।

জুনাইদ আহমেদ পলক বিশেষ এই ট্রেন সম্পর্কে বলেন, ‘ট্রেনটি দুপুর ১টায় নাটোরের মাধনগর থেকে ছেড়ে নলডাঙ্গা, বাসুদেবপুর, নাটোর ও ইয়াছিনপুরে পাঁচটি স্টেশনে থামবে, যাতে ৮ থেকে ১০ হাজার নেতা-কর্মী বহন করতে পারবে। এর বাইরে আরও প্রায় ৩০ হাজার নেতা-কর্মী বাস ও ট্রাকযোগে অনুষ্ঠানে যোগ দেবেন।’

দলীয় অনুষ্ঠানে ট্রেন ব্যবহার করা নিয়ে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘এতে কোনো অসুবিধা দেখছি না। একটি বিশেষ ট্রেন রেলমন্ত্রীর সঙ্গে কথা বলে বরাদ্দ নেওয়া হয়েছে। যাত্রী বহনের বিনিময়ে নির্ধারিত ভাড়া দেওয়া হবে। আশা করি নিয়মিত ট্রেন চলাচলে কোনো বিঘ্ন হবে না।’ 

প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল।

এ প্রসঙ্গে রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেন, ‘আমাদের টার্গেট ৪৫ হাজার নেতা-কর্মী ২৯ জানুয়ারি রাজশাহীর সমাবেশে যাবেন। আমরা নেতা-কর্মীদের যাতায়াতের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছি। আশা করি জনসমাগম আরও বেশি হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত