Ajker Patrika

আ.লীগের সাবেক এমপি আদালত প্রাঙ্গণে বললেন, বিজয় হবেই

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৬: ৪৭
আদালতে সাংবাদিকের সঙ্গে কথা বললেন সাবেক এমপি আসাদুজ্জামান আসাদ। ছবি: আজকের পত্রিকা
আদালতে সাংবাদিকের সঙ্গে কথা বললেন সাবেক এমপি আসাদুজ্জামান আসাদ। ছবি: আজকের পত্রিকা

আদালতে রিমান্ড মঞ্জুর হওয়ার পর রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ প্রিজন ভ্যানে ওঠার সময় সাংবাদিকদের বলেছেন, ‘অন্যায়ভাবে আছি, বিজয় হবেই।’

রিমান্ড শুনানির জন্য আজ রোববার দুপুরে তাঁকে রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১–এ তোলা হয়েছিল। রিমান্ড শুনানির পর প্রিজন ভ্যানে তোলার সময় একজন সাংবাদিক আসাদের কাছে জানতে চান কিছু বলবেন কি না? এ সময় আসাদ বলেন, ‘কিচ্ছু বলার নাই। অন্যায়ভাবে (কারাবন্দী)। বিজয় হবেই ইনশা আল্লাহ।’

এ সময় সবার কাছে দোয়া চান আসাদ। পরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তিনি প্রিজন ভ্যানে ওঠেন।

গত ৬ অক্টোবর ঢাকায় গ্রেপ্তার হন আসাদুজ্জামান আসাদ। এরপর তাঁকে রাজশাহী জেলা ও মহানগরের সাতটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে নগরের বোয়ালিয়া থানার একটি মামলায় তাঁর রিমান্ডের আবেদন করেছিল পুলিশ। আজ রোববার আবেদনের শুনানি হয়।

রাজশাহী মহানগর পুলিশের আদালত পরিদর্শক আবদুর রফিক জানান, বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এ মামলা তদন্ত করছেন নগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একজন উপপরিদর্শক (এসআই)। তিনি আদালতে আসাদের সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন।

তবে শুনানি শেষে আদালতের বিচারক ফয়সাল তারেক এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আদালতে এদিন আসাদুজ্জামানের আইনজীবীরা তাঁর জামিনের আবেদন করেছিলেন। তবে আদালত তা নামঞ্জুর করেছেন বলে জানান পুলিশের আদালত পরিদর্শক আবদুর রফিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত