Ajker Patrika

লালপুরে বিয়ে না দেওয়ায় কিশোরের আত্মহত্যার চেষ্টা

লালপুর (নাটোর) প্রতিনিধি
লালপুরে বিয়ে না দেওয়ায় কিশোরের আত্মহত্যার চেষ্টা

নাটোরের লালপুরে প্রেমিকার সঙ্গে বিয়ে না দেওয়ায় অভিমান করে মো. সজিব (১৭) নামে এক কিশোর আত্মহত্যার চেষ্টা করেছে। গতকাল বুধবার রাতে রামকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের আব্দুস সালামের ছেলে। 

জানা যায়, সজিব একই গ্রামের ১৪ বছরের এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্কে বিয়ে করার প্রস্তাব দেয়। তার বাবা এতে মতো না দেওয়ায় অভিমান করে গতকাল রাতে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন তাৎক্ষণিক টের পেয়ে চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুরুজ্জামান শামীম বলেন, অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত