রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষার্থীকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে গেছে। এ ঘটনায় এক শিক্ষার্থীর ভাই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলেও তা গ্রহণ করেনি পুলিশ। গতকাল রোববার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নগরীর চন্দ্রিমা থানার অন্তর্গত চকপাড়া এলাকার একটি মেস থেকে তাঁদেরকে উঠিয়ে নেওয়া হয়।
তুলে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক।
তুলে নিয়ে যাওয়া দুই শিক্ষার্থী হলেন, মো. রেজোয়ান ইসলাম রিজু এবং শাকিব শুভ। তাঁরা দুজনই বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, ছাপচিত্র ও প্রাচ্যকলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তারা চকপাড়ার ওই মেসে একই রুমে থাকতেন। রেজোয়ানের গ্রামের বাড়ি যশোরের মনিরামপুরে এবং শাকিবের বাড়ি নাটোরের লালপুর উপজেলায়।
এ বিষয়ে রেজোয়ানের বড় ভাই মিরাজুল ইসলাম বলেন, ‘গত পরশুদিন (শনিবার) আমি রাজশাহীতে আসছি। রাতে আমি ওদের সঙ্গেই ছিলাম। কিন্তু গতকাল (রোববার) সকাল সাড়ে ৭ টার দিকে ঘুম ভাঙার পর দেখি সাদা পোশাকে ৪-৫ জন আইনশৃঙ্খলা বাহিনীর লোক পরিচয়ে রিজু ও শাকিবকে জেরা করতেছে। তখন তাদের সঙ্গে আটক অবস্থায় আরও দুজন ছিল। তাদের মধ্যে একজন রবিন। তারা বলতেছে, ‘‘রবিনের সঙ্গে তাঁদের (রাবির ২ শিক্ষার্থী) যোগাযোগ কীভাবে!’’ কিছুক্ষণ জেরা করার পর তারা শাকিব ও রিজুকে তুলে নিয়ে যায়। আমি তাদের পরিচয়পত্র দেখতে চাইলে তারা দেখাননি। তখন তারা আমার মোবাইল নম্বর নিয়ে বলেন, ‘‘প্রয়োজনে যোগাযোগ করব।’’
তিনি আরও বলেন, ‘পরে আমি নিকটস্থ চন্দ্রিমা থানায় যোগাযোগ করলে তারা র্যাব অফিসে খোঁজ নিতে বলে। আমি র্যাব অফিসে গেলে তারা একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে বলেন। তখন আমি বিভাগের সভাপতির সঙ্গে যোগাযোগ করি। তিনিও জিডি করতে বলেন। তখন আমি চন্দ্রিমা থানা ও মতিহার থানায় গেলেও তারা জিডি গ্রহণ করেনি।’
এ বিষয়ে জানতে চাইলে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল তাদেরকে নিয়ে গেছে। তবে এ বিষয়ে আরএমপির মিডিয়া উইং রফিকুল আলম আরও বেশি তথ্য দিতে পারবেন।’ এ সময় জিডি গ্রহণ না করার বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) রফিকুল আলমের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি তারা আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে আছে এবং তাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ রয়েছে। তবে কী অভিযোগ রয়েছে তা আমি জানি না।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষার্থীকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে গেছে। এ ঘটনায় এক শিক্ষার্থীর ভাই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলেও তা গ্রহণ করেনি পুলিশ। গতকাল রোববার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নগরীর চন্দ্রিমা থানার অন্তর্গত চকপাড়া এলাকার একটি মেস থেকে তাঁদেরকে উঠিয়ে নেওয়া হয়।
তুলে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক।
তুলে নিয়ে যাওয়া দুই শিক্ষার্থী হলেন, মো. রেজোয়ান ইসলাম রিজু এবং শাকিব শুভ। তাঁরা দুজনই বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, ছাপচিত্র ও প্রাচ্যকলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তারা চকপাড়ার ওই মেসে একই রুমে থাকতেন। রেজোয়ানের গ্রামের বাড়ি যশোরের মনিরামপুরে এবং শাকিবের বাড়ি নাটোরের লালপুর উপজেলায়।
এ বিষয়ে রেজোয়ানের বড় ভাই মিরাজুল ইসলাম বলেন, ‘গত পরশুদিন (শনিবার) আমি রাজশাহীতে আসছি। রাতে আমি ওদের সঙ্গেই ছিলাম। কিন্তু গতকাল (রোববার) সকাল সাড়ে ৭ টার দিকে ঘুম ভাঙার পর দেখি সাদা পোশাকে ৪-৫ জন আইনশৃঙ্খলা বাহিনীর লোক পরিচয়ে রিজু ও শাকিবকে জেরা করতেছে। তখন তাদের সঙ্গে আটক অবস্থায় আরও দুজন ছিল। তাদের মধ্যে একজন রবিন। তারা বলতেছে, ‘‘রবিনের সঙ্গে তাঁদের (রাবির ২ শিক্ষার্থী) যোগাযোগ কীভাবে!’’ কিছুক্ষণ জেরা করার পর তারা শাকিব ও রিজুকে তুলে নিয়ে যায়। আমি তাদের পরিচয়পত্র দেখতে চাইলে তারা দেখাননি। তখন তারা আমার মোবাইল নম্বর নিয়ে বলেন, ‘‘প্রয়োজনে যোগাযোগ করব।’’
তিনি আরও বলেন, ‘পরে আমি নিকটস্থ চন্দ্রিমা থানায় যোগাযোগ করলে তারা র্যাব অফিসে খোঁজ নিতে বলে। আমি র্যাব অফিসে গেলে তারা একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে বলেন। তখন আমি বিভাগের সভাপতির সঙ্গে যোগাযোগ করি। তিনিও জিডি করতে বলেন। তখন আমি চন্দ্রিমা থানা ও মতিহার থানায় গেলেও তারা জিডি গ্রহণ করেনি।’
এ বিষয়ে জানতে চাইলে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল তাদেরকে নিয়ে গেছে। তবে এ বিষয়ে আরএমপির মিডিয়া উইং রফিকুল আলম আরও বেশি তথ্য দিতে পারবেন।’ এ সময় জিডি গ্রহণ না করার বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) রফিকুল আলমের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি তারা আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে আছে এবং তাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ রয়েছে। তবে কী অভিযোগ রয়েছে তা আমি জানি না।’
চাঁপাইনবাবগঞ্জে দোকানদার রমজান আলী হত্যা মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন।
৫ মিনিট আগে১৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম, আকিজ ও মিফতাহর বিরুদ্ধে মামলা করেছে ইসলামী ব্যাংক। আজ রোববার (১৮ মে) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে এ মামলা করা হয়।
১৯ মিনিট আগেময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) সহকারী রেজিস্ট্রার এহসান হাবিব টানা ৮ বছর পর স্বপদে পুনর্বহাল হয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে বরখাস্ত হয়েছিলেন তিনি।
২২ মিনিট আগেচেম্বারে নারী শিক্ষার্থীর অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সহযোগী অধ্যাপক মোহাম্মদ হেদায়েত উল্লাহ দাবি করেছেন, তাঁকে জিম্মি করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। তিনি তিন লাখ টাকা পরিশোধও করেছেন।
৪০ মিনিট আগে