Ajker Patrika

চলন্ত বাস থেকে ছিটকে পড়ে চালকের সহকারী নিহত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ১৫: ৪৬
Thumbnail image

বগুড়ার শেরপুরে চলন্ত বাস থেকে মহাসড়কে ছিটকে পড়ে এক বাসের চালকের সহকারী নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সোয়া ৩টার দিকে শেরপুর পৌর শহরের উপজেলা পরিষদের পাশে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. জীবন (২০) ঢাকা-রংপুরগামী মৌমিতা নামের একটি বাসের চালকের সহকারী ছিলেন। তাঁর বাড়ি নীলফামারী জেলার সদর থানার চরচড়া গ্রামে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শেরপুর হাইওয়ে ফাঁড়ির পুলিশ জানায়, ঈদের ছুটি শেষে মৌমিতা নামের বাসটি পোশাক কারখানার শ্রমিকদের নেওয়ার জন্য রংপুরে যাচ্ছিল। রাত সোয়া ৩টার দিকে বাসটি শেরপুর পৌর শহরের উপজেলা পরিষদের উত্তর পাশে একটি পেট্রলপাম্পের সামনে মহাসড়কের ডিভাইডারকে ধাক্কা দেয়। এ সময় বাসটির চালকের সহকারী মহাসড়কে ছিটকে পড়েন। এরপর ওই বাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হাসিবুল ইসলাম বলেন, নিহতের পরিচয় শনাক্ত হওয়ার পর আজ সোমবার বেলা সোয়া ১টায় আইনগত প্রক্রিয়া শেষ করা হয়। পরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশের হেফাজতে রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত