Ajker Patrika

রাজশাহীতে মাদকবিরোধী সাইকেল স্টান্ট শো

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী    
আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ২৩: ২১
রাজশাহীতে সাইকেল স্ট্যান্ট শো। ছবি: আজকের পত্রিকা
রাজশাহীতে সাইকেল স্ট্যান্ট শো। ছবি: আজকের পত্রিকা

‘গড়ি দুরন্ত বাংলাদেশ, সাইকেলে চলি, সবুজের কথা বলি, মাদকমুক্ত বাংলাদেশ গড়ি’—এই স্লোগানে রাজশাহীতে মাদকবিরোধী সাইকেল স্টান্ট শো হয়েছে। আজ শুক্রবার বিকেলে রাজশাহীর হজরত শাহমখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সামনে এই স্টান্ট শোর আয়োজন করা হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও রাউন্ড টেবিল বাংলাদেশ এ আয়োজন করে। তাতে সহযোগিতা করে ‘দুরন্ত বাইসাইকেল’। সাইকেল স্টান্ট শোতে ০.৬ গ্রেভিটি রাইডারের ১০০ সদস্য সাইকেল নিয়ে বিভিন্ন স্ট্যান্ট প্রদর্শন করেন। তা দেখে মুগ্ধ হন দর্শকেরা।

প্রধান অতিথি হিসেবে স্টান্ট শো উপভোগ করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত বাইসাইকেল চালানোর ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন। পাশাপাশি যুবসমাজকে তিনি মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান।

রাজশাহীতে সাইকেল স্ট্যান্ট শো। ছবি: আজকের পত্রিকা
রাজশাহীতে সাইকেল স্ট্যান্ট শো। ছবি: আজকের পত্রিকা

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাউন্ড টেবিল বাংলাদেশের সাবেক জাতীয় সভাপতি ও সাইকেল স্টান্ট শো কমিটির প্রধান সমন্বয়ক এজাজ মাহমুদ রনি। উপস্থিত ছিলেন আরএমপির বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) অনির্বাণ চাকমা, আরএফএল বাইকের হেড অব মার্কেটিং শরিফুল ইসলাম, ব্র্যান্ড ম্যানেজার খন্দকার আরিফ হোসেন, রাউন্ড টেবিল বাংলাদেশের জাতীয় সভাপতি সিফাত উদ্দিন বেগ ও ঢাকা রাউন্ড টেবিল-১-এর সভাপতি মাহমুদ আল-ওয়াহিদ ইসাদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ইন্দোরে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার

আদানিকে রক্ষায় গোপনে ৩৯০০ কোটি রুপির ব্যবস্থা করেন নরেন্দ্র মোদি

গ্রেপ্তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকা শিশুকে পুলিশের সামনেই চড়, সমালোচনার ঝড়

আরপিও সংশোধন থেকে সরলে লন্ডন বৈঠকের ধারাবাহিকতায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া মনে করবে এনসিপি: আখতার

আফগান সিরিজ দিয়ে সাত বছর পর ফিরেছেন জিম্বাবুয়ের ক্রিকেটার

এলাকার খবর
Loading...