Ajker Patrika

বগুড়ায় ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে স্বামী-স্ত্রীর ‘আত্মহত্যা’

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ০৯ মে ২০২৪, ০১: ৩৬
বগুড়ায় ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে স্বামী-স্ত্রীর ‘আত্মহত্যা’

বগুড়ার শেরপুরে একসঙ্গে ‘গ্যাস ট্যাবলেট’ (পোকামাকড় নিধনের বিষ) খেয়ে স্বামী ও স্ত্রী ‘আত্মহত্যা’ করেছেন বলে খবর পাওয়া গেছে। আজ শুক্রবার বিকেলে পৌরশহরের পৌরশহরের হাজিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত স্বামী ও স্ত্রী হলেন- জিসান (২২) ও ফারজানা আক্তার মিম (১৯) 

নিহতের পরিবার জানিয়েছে, শুক্রবার সকালে জিসান তাঁর স্ত্রী মিমকে নিয়ে শ্বশুরবাড়ি যান। দুপুরে তাঁরা একসঙ্গেই বাড়িতে ফেরেন। এরপর বিকেল ৪টার দিকে তাঁরা গ্যাসের ট্যাবলেট খেয়েছেন বলে পরিবারের সদস্যদের জানান। তখন তাঁদের অসুস্থ অবস্থায় শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। 

সেখানে অবস্থার অবনতি হলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে মিম মারা যান। এর ১৫ মিনিট পর স্বামী জিসানও মারা যান। কি কারণে তাঁরা গ্যাসের ট্যাবলেট খেয়েছিলেন পরিবারের সদস্যরা তা বলতে পারেননি। 

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী বলেন, ‘মিম তার বাবার কাছে কিছু টাকা গচ্ছিত রেখেছিলেন। সেই টাকা আনার জন্য জিসান তাঁকে চাপ দিচ্ছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। এটাকে কেন্দ্র করে দুজন গ্যাসের ট্যাবলেট থাকতে পারেন।’

শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তাহসিন জান্নাত জুঁই আজকের পত্রিকাকে জানান, জিসান ও মিম নামের দুজনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁরা বিষাক্ত কিছু সেবন করেছে বলে মনে হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাঁদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, মেডিকেলে জিসান এবং মিম নামের দুজন মারা যাওয়ার পর তাঁদের মরদেহ পুলিশ হেফাজতে নিয়ে মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত