Ajker Patrika

গোদাগাড়ীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৬ 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
গোদাগাড়ীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৬ 

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক-হেলপারসহ ৬ জন আহত হয়েছেন। আজ সোমবার সকাল সোয়া ৮টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রেলগেট কসাইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আহতরা হলেন-চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চামা গ্রামের আশরাফুল ইসলাম (৪০), একই গ্রামের আবু বকর (২৫), মাজহারুল ইসলাম (৩৫), শিবগঞ্জ উপজেলা সদরের মো. কাওসার (২০), মো. ভুট্টু (৩৫) ও রবিউল ইসলাম (২৮)। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গোদাগাড়ী স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার খন্দকার আকবর আলী বলেন, আজ সকাল সোয়া ৮টার দিকে ইটবোঝাই ও সিমেন্ট ভর্তি দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ট্রাকের চালক-হেলপারসহ ৬ জন আহত হন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। 

খন্দকার আকবর আলী আরও বলেন, ‘আহতদের মধ্যে রবিউল ইসলাম ট্রাকের ভেতরে আটকে ছিলেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা প্রায় ৩০ মিনিট চেষ্টার পর তাঁকে উদ্ধার করে। পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর দুটি পা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত অপর পাঁচজনকে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।’ 

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এ পর্যন্ত কেউ মারা যায়নি। তবে আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত