Ajker Patrika

ভালো কাজের জন্য আরএমপির ২৪ সদস্যকে সম্মাননা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ২৬ জুন ২০২৩, ১৭: ৫৮
ভালো কাজের জন্য আরএমপির ২৪ সদস্যকে সম্মাননা

ভালো কাজের জন্য রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ২৪ সদস্যকে সম্মাননা দেওয়া হয়েছে। আজ সোমবার আরএমপি সম্মেলনকক্ষে মে মাসের অপরাধ পর্যালোচনা সভায় তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশ কমিশনার আনিসুর রহমান। 

এর মধ্যে বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য ও সিভিল স্টাফ রয়েছেন। সভায় গত মে মাসের অপরাধ বিবরণীর সঙ্গে পূর্ববর্তী মাস এবং পূর্বের বছরের সংশ্লিষ্ট মাসের তুলনামূলক অপরাধ বিবরণী উপস্থাপন করা হয়। 

এ ছাড়া কিশোর অপরাধ, মাদক উদ্ধার, কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতিসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরে পুলিশ কমিশনার ঈদ উপলক্ষে ট্রাফিক ব্যবস্থাপনা, পশুর হাটের সতর্কতা এবং নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। 

এ সময় আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) সামসুন নাহার, উপ-পুলিশ কমিশনার (সদর) সাইফউদ্দীন শাহীনসহ বিভিন্ন ইউনিটের প্রধানেরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত