ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনটে বেসরকারি সংস্থা স্টার পয়েন্ট শ্রমজীবী সমবায় সমিতির ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাজ্জাকের (৪৮) পা রড দিয়ে পিটিয়ে ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে শামসুল বারি নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের জোড়খালী গ্রামে এ ঘটনা ঘটে। আহত আব্দুর রাজ্জাক একই এলাকার চুনিয়াপাড়া গ্রামের করিম মুন্সির ছেলে। তিনি ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী মেডিকেল অফিসাল ডা.হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, এক্স-রে রিপোর্ট দেখে মনে হচ্ছে তার ডান পায়ের হাড় ভেঙে গেছে।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জোড়খালী গ্রামের শামসুল বারি গোসাইবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। তিনি গত দুইবার গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন। কিন্তু দুইবারই তিনি পরাজিত হন। নির্বাচনকে কেন্দ্র করে এনজিও পরিচালক আব্দুর রাজ্জাকের সঙ্গে তার বিরোধ রয়েছে।
আজ বৃহস্পতিবার সকালের দিকে আব্দুর রাজ্জাক এনজিওর কাজে জোড়খালী গ্রামে যান। সেখানে কার্যক্রম পরিচালনার এক পর্যায়ে শামসুল বারি ও তার লোকজন আব্দুর রাজ্জাকের ওপর হামলা চালায়। প্রতিপক্ষের ভয়ে আব্দুর রাজ্জাক পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও হামলাকারীরা পিটিয়ে তার পা ভেঙে দেন। এ সময় স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে আব্দুর রাজ্জাককে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত আব্দুর রাজ্জাক বলেন, ‘এনজিওর কাজে জোড়খালী গ্রামে গিয়েছিলাম। এ সময় সামছুল বারি ও তার লোকজন লোহার রড দিয়ে পিটিয়ে আমার ডান পা ভেঙে দিয়েছে।’
এ বিষয়ে গোসাইবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শামসুল বারি আজকের পত্রিকাকে বলেন, ‘জনগণের ভয়ে দৌড়ে পালানোর সময় পড়ে গিয়ে রাজ্জাকের পা ভাঙতে পারে। তবে জনগণ তাকে পিটিয়ে আহত করেনি, কিল ঘুষি মেরেছে।’
ধুনট থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মতিন আজকের পত্রিকাকে বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহত ব্যক্তির চিকিৎসার খোঁজখবর নেওয়া হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বগুড়ার ধুনটে বেসরকারি সংস্থা স্টার পয়েন্ট শ্রমজীবী সমবায় সমিতির ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাজ্জাকের (৪৮) পা রড দিয়ে পিটিয়ে ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে শামসুল বারি নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের জোড়খালী গ্রামে এ ঘটনা ঘটে। আহত আব্দুর রাজ্জাক একই এলাকার চুনিয়াপাড়া গ্রামের করিম মুন্সির ছেলে। তিনি ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী মেডিকেল অফিসাল ডা.হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, এক্স-রে রিপোর্ট দেখে মনে হচ্ছে তার ডান পায়ের হাড় ভেঙে গেছে।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জোড়খালী গ্রামের শামসুল বারি গোসাইবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। তিনি গত দুইবার গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন। কিন্তু দুইবারই তিনি পরাজিত হন। নির্বাচনকে কেন্দ্র করে এনজিও পরিচালক আব্দুর রাজ্জাকের সঙ্গে তার বিরোধ রয়েছে।
আজ বৃহস্পতিবার সকালের দিকে আব্দুর রাজ্জাক এনজিওর কাজে জোড়খালী গ্রামে যান। সেখানে কার্যক্রম পরিচালনার এক পর্যায়ে শামসুল বারি ও তার লোকজন আব্দুর রাজ্জাকের ওপর হামলা চালায়। প্রতিপক্ষের ভয়ে আব্দুর রাজ্জাক পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও হামলাকারীরা পিটিয়ে তার পা ভেঙে দেন। এ সময় স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে আব্দুর রাজ্জাককে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত আব্দুর রাজ্জাক বলেন, ‘এনজিওর কাজে জোড়খালী গ্রামে গিয়েছিলাম। এ সময় সামছুল বারি ও তার লোকজন লোহার রড দিয়ে পিটিয়ে আমার ডান পা ভেঙে দিয়েছে।’
এ বিষয়ে গোসাইবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শামসুল বারি আজকের পত্রিকাকে বলেন, ‘জনগণের ভয়ে দৌড়ে পালানোর সময় পড়ে গিয়ে রাজ্জাকের পা ভাঙতে পারে। তবে জনগণ তাকে পিটিয়ে আহত করেনি, কিল ঘুষি মেরেছে।’
ধুনট থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মতিন আজকের পত্রিকাকে বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহত ব্যক্তির চিকিৎসার খোঁজখবর নেওয়া হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতে ইসলামীর সাবেক ওয়ার্ড আমির আনোয়ার হোসেনসহ ৩০ জনের মতো নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। আজ বুধবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার বাঙালা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মিসভায় তাঁরা বিএনপিতে যোগ দেন বলে দলটির স্থানীয় নেতারা জানিয়েছেন।
২৫ মিনিট আগেসিলেটে নতুন ট্রেন চালুসহ তিন দাবিতে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সিলেটের দক্ষিণ সুরমা রেলগেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় রেললাইনের ওপর ১০ মিনিট শুয়ে থেকে দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে লোকজন।
১ ঘণ্টা আগেমহিদুল ইসলাম জানান, উত্তরা ১০ নম্বর সেক্টরে উইন্ডো গ্রুপে গত ৩ অক্টোবর সন্ধ্যা থেকে ৪ অক্টোবর সকাল পর্যন্ত সময়ের মধ্যে ভল্ট থেকে ১ কোটি টাকা চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ৮ অক্টোবর উইন্ডো গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. হাসিম মিয়া গ্রুপের ডেপুটি ম্যানেজার রাশেদ নিজামকে আসামি করে উত্তরা
১ ঘণ্টা আগেযাত্রীদের চাহিদা বিবেচনা করে এমআরটি লাইন-৬ এর চলাচলের সময় এবং ট্রিপের সংখ্যা বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুসারে— পিক, অফ-পিক ও সুপার অফ-পিক আওয়ারে ৪, ৬ ও ৮ মিনিটের ব্যবধানে ট্রেন চালানো হবে।
১ ঘণ্টা আগে