Ajker Patrika

স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
গ্রেপ্তার যুবক শাহাদাৎ হোসেন ওরফে বুলবুল। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার যুবক শাহাদাৎ হোসেন ওরফে বুলবুল। ছবি: সংগৃহীত

রাজশাহীতে সপ্তম শ্রেণিপড়ুয়া এক স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে শাহাদাৎ হোসেন ওরফে বুলবুল (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। একই সঙ্গে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করা হয়েছে।

গতকাল সোমবার রাতে রাজশাহী নগরের আলুপট্টি এলাকায় এই অভিযান চালায় র‍্যাব-৫-এর রাজশাহীর একটি দল। পর আজ মঙ্গলবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‍্যাব জানায়, গ্রেপ্তার যুবকের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার চাঁদপুর কাকড়ামারী গ্রামে। স্কুলে যাতায়াতের পথে সে ওই কিশোরীকে উত্ত্যক্ত করতেন। গত ২৫ জুন স্কুলে যাওয়ার সময় ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যান বুলবুল। পরে রাজশাহী নগরের টিকাপাড়া এলাকায় ভাড়া বাসায় নিয়ে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করেন। এ নিয়ে চারঘাট থানায় মামলা করে ওই মেয়ের পরিবার।

মামলার পর থেকে ভুক্তভোগীকে উদ্ধারের পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা করছিল র‍্যাব। গতকাল সোমবার রাতে নগরের আলুপট্টি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার জন্য তাঁদের চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাকিব খানের নামের সঙ্গে ‘মেগাস্টার’ শব্দ নিয়ে জাহিদ হাসানের আপত্তি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তির পরই অস্ত্রের লাইসেন্স পান উপদেষ্টা আসিফ

দুদকের আতশ কাচের নিচে ছয় সাবেক মুখ্য সচিব

১৬ জুলাই নিয়ে নাটক করা হয়েছে: শহীদ আবু সাঈদের ভাই

গায়ের জোরে পদ্মা সেতুর দুর্নীতি মামলা বসিয়ে দেওয়া হয়: দুদক চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত