Ajker Patrika

বাঘায় ভোটগ্রহণ শুরুর দেড় ঘণ্টা পর সংঘর্ষ, আহত ১০ 

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১৪: ১১
বাঘায় ভোটগ্রহণ শুরুর দেড় ঘণ্টা পর সংঘর্ষ, আহত ১০ 

রাজশাহীর বাঘা উপজেলার বাউসা বালিকা বিদ্যালয় কেন্দ্রে দুই মেম্বার পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় প্রার্থীসহ ১০ জন আহত হয়েছেন। আজ রোববার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন—মেম্বার পদপ্রার্থী আখের উদ্দিন, তাঁর সমর্থক জুয়েল আলী, আলম আলী, সাব্বির হোসেন, তারিক হোসেন, শাহরিয়ার, সাগর হোসেন, লিখন হোসেন, দেলোয়ার ও প্রিন্স। তাঁদের মধ্যে সাগর, লিখন, জুয়েল ও আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানা যায়, ভোটগ্রহণ শুরুর দেড় ঘণ্টা পর সকাল সাড়ে ৯টার দিকে ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য প্রার্থী আখের উদ্দিন (মোরগ) ও সোহেল রানার (ফুটবল) সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। কেন্দ্রের বাইরে দুই পক্ষে আধা ঘণ্টা ধাওয়া চলে। দুই পক্ষই লাঠিসোঁটা নিয়ে পরস্পরকে আক্রমণ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে মেম্বার পদপ্রার্থীসহ ১০ জন আহত হয়েছেন। তবে কেন্দ্রে ভোটগ্রহণ অব্যাহত রয়েছে। 

বাউসা বালিকা বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও পল্লি উন্নয়ন কর্মকর্তা ইমরান হোসেন বলেন, যা কিছু ঘটেছে তা কেন্দ্রের বাইরে। এ জন্য ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে। 

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ভোট শুরুর প্রথম দিকে একটি অপ্রীতির ঘটনা ঘটেছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক ঘটনাটি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত