Ajker Patrika

নওগাঁয় গৃহবধূর আপত্তিকর ভিডিও, যুবক গ্রেপ্তার 

রানীনগর (নওগাঁ) প্রতিনিধি
আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ১৭: ২১
নওগাঁয় গৃহবধূর আপত্তিকর ভিডিও, যুবক গ্রেপ্তার 

নওগাঁর রাণীনগরে গৃহবধূর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাসেল আহম্মেদ (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

এর আগে বুধবার রাতে ভুক্তভোগী বাদী হয়ে থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন। 

গ্রেপ্তার রাসেল আহম্মেদ উপজেলার কাটরাসিন গ্রামের বাসিন্দা। 

জানা গেছে, উপজেলার প্রত্যন্ত অঞ্চলে প্রবাসীর স্ত্রীর (৩০) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন রাসেল। এরপর মোবাইল ফোনের ইমোতে ভিডিও কলে কথা বলার একপর্যায়ে নানান অশ্লীল ভিডিও ধারণ করেন। 

ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিলে রাসেলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেন তিনি। এরপর রাসেল ধারণকৃত ভিডিও গৃহবধূর আত্মীয়স্বজনসহ বিভিন্নজনের ইমোতে ছড়িয়ে দেন। 

এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে গতকাল রাতে থানায় মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ রাতেই রাসেলকে গ্রেপ্তার করে। 

রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদি মাসুদ আজকের পত্রিকাকে বলেন, ‘গৃহবধূর অশ্লীল ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত