Ajker Patrika

তানোরে বিএনপির আহ্বায়ক কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
তানোরে বিএনপির আহ্বায়ক কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত

রাজশাহী জেলা বিএনপির নির্দেশ অমান্য ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তানোরে বিএনপির আহ্বায়ক কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। ৯ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর অনুলিপি বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো হয়েছে। এরপরও মোবাইলে বিষয়টি নিশ্চিত করেছেন অধ্যাপক বিশ্বনাথ সরকার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জেলা বিএনপির নির্দেশ অমান্য ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সব কার্যক্রম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহোদয়ের নির্দেশে স্থগিত করা হলো।’

দলীয় সূত্রে জানা গেছে, তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়ন বিএনপির ইফতারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোমিনুল হক মোমিনের ভাই বিএনপি কর্মী গানিউল হক নিহত হন। এ ঘটনায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান ও পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়।

এমন বহিষ্কারে বিরুদ্ধে গত বুধবার প্রতিবাদ সভা করেছেন মিজানুরের অনুসারী নেতা-কর্মীরা। ধারণা করা হচ্ছে, এ কারণেই বিএনপির আহ্বায়ক কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।

তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হান্নান বলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার ব্যাপারে কোনো চিঠি পাওয়া যায়নি। তবে সকালে দলের বিভিন্ন নেতা-কর্মীর মাধ্যমে বিষয়টি শুনেছেন। কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতাদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

জানতে চাইলে রাজশাহী জেলা বিএনপির সদস্যসচিব বিশ্বনাথ সরকার বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে মূলত তানোর বিএনপির আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত