Ajker Patrika

বিএনপি সংকট তৈরি করলে তাৎক্ষণিক জবাব: লিটন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ১৫: ৫১
বিএনপি সংকট তৈরি করলে তাৎক্ষণিক জবাব: লিটন

বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশে কোনো রকম সংকট সৃষ্টি করলে তাৎক্ষণিক জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন। আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে রাজশাহী মহানগর আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন।

এ সময় এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, ‘দীর্ঘদিন পর বিএনপি মাঠে বেরিয়েছে। একটু আগে ওদের সমাবেশের ওই দিক দিয়ে এলাম। দেখলাম, রান্নাবান্না চলছে। একটা পিকনিক পিকনিক ভাব। সেটা করুক। শান্তিপূর্ণ সমাবেশ করলে অসুবিধা নেই। কিন্তু জানমালের ক্ষতি, জনদুর্ভোগ সৃষ্টির মতো সংকট তৈরি করলে তাৎক্ষণিক জবাব দেওয়া হবে। আমাদের নেতা-কর্মীদের সেভাবেই নির্দেশ দেওয়া আছে।’ 

সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন আরও বলেন, ‘এর আগে বিএনপি বিভাগীয় সমাবেশ করেছিল। সেখানে তারা যে ধরনের আপত্তিকর কথা বলেছিল, তার জন্য আমরা দলীয়ভাবে রাষ্ট্রদ্রোহের মামলা করি। সেই মামলা চলমান। বিএনপির ভেতরটা এখনো হিংস্রতায় ভরা। তাদের বিশ্বাস করা যায় না। তাই আমরা নেতা-কর্মীদের বলে রেখেছি, তারা রুখে দাঁড়াবে।’

লিটন বলেন, ‘প্রকাশ্যে না থাকলেও বিএনপির এই সমাবেশে জামায়াত-শিবির আছে। তারা গোপনে কাজ করছে। এটা তাদের পুরোনো কৌশল। নির্বাচনের এক বছর তিন মাস বাকি থাকতেই তারা এসব শুরু করেছে। দেশের মানুষকে বিভ্রান্ত করে তারা বলছে, রাজশাহীতে নাকি সেমিফাইনাল, তারপর ঢাকায় ১০ তারিখে ফাইনাল। আসলে বিএনপি কিছুই করতে পারবে না।’ 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বেগম আখতার জাহান, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, মীর ইসতিয়াক আহমেদ লিমন প্রমুখ। সংবাদ সম্মেলন পরিচালনা করেন সাধারণ সম্পাদক ডাবলু সরকার। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত