Ajker Patrika

চাঁপাইনবাবগঞ্জে ভাতা ও বোনাসের দাবিতে নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১৬: ০২
চাঁপাইনবাবগঞ্জে ভাতা ও বোনাসের দাবিতে নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগের আয়োজনে বিশেষ ভাতা ও বোনাসের দাবিতে মানববন্ধন করেছেন বিদ্যুৎ অফিসের কর্মচারীরা। আজ সোমবার সকালে জেলার নেসকো নির্বাহী প্রকৌশলীর দপ্তরের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি কর্মচারীদের জন্য ৫ শতাংশ বিশেষ ভাতা বরাদ্দ করেছে বর্তমান সরকার। এ ভাতার টাকা অন্যান্য প্রতিষ্ঠানের কর্মচারীরা পেলেও শুধু নেসকোর কর্মচারীরা পাননি। এ ছাড়া মন্ত্রণালয় থেকে পূর্ণাঙ্গ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি—এপিএ বোনাস দেওয়ার কথা থাকলেও বিদ্যুৎ অফিসের কর্মচারীরা তাও পায়নি। পূর্ণাঙ্গ এপিএ ভাতার দাবি করেন তাঁরা।

একই দাবিতে আগামীকাল মানববন্ধন করবেন বিদ্যুৎ অফিসের কর্মচারীরা। দাবি পূরণ না হলে পরদিন ২৪ জানুয়ারি নেসকো নির্বাহী প্রকৌশলীর দপ্তরের সামনে কর্মবিরতি পালন করবেন তাঁরা।

মানববন্ধনে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া ও সংগঠনটির সাংগঠনিক সম্পাদক আফসারুল হক। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগের সভাপতি মো. বশির উদ্দিন, সহসভাপতি মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, প্রচার সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত