Ajker Patrika

শেরপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
শেরপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫

বগুড়ার শেরপুরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একটি বাসের চালকের সহকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও পাঁচজন যাত্রী। ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার ঘোগা সেতুর সামনে গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

এতে মহাসড়কের উভয়পাশে দূরপাল্লাগামী সব ধরনের বাস আটকে যায়। অন্তত ৩০ মিনিট যানবাহনগুলো যানজটের কবলে পড়ে। পরে ঘটনস্থলে হাইওয়ে পুলিশের উপস্থিতির পর মহাসড়ক যানজট মুক্ত হয়। 

নিহত মো. বায়োজিদ (২০) রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস আসাদ পরিবহনের চালকের সহকারী। 

দুর্ঘটনায় একই বাসের আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন। তাঁরা হলেন–নীলফামারীর জলঢাকার ফিরোজ হোসেন ও আবু সাঈদ। রংপুর তারাগঞ্জের গোলাম রব্বানী, বদরগঞ্জের মো. রনি, রংপুর কিশোরগঞ্জের জাহিদ হোসেন। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই রাতে ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী নাবিল পরিবহন বাসের সঙ্গে বিপরীতমুখী ঢাকাগামী রংপুর থেকে ছেড়ে যাওয়া আসাদ পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় আহতদের অনেকে বিকল্প বাসে করে গন্তব্যে ফিরে গেছেন। 

উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা বখতিয়ার উদ্দিন বলেন, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ওই রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এখানেই তাঁরা চিকিৎসা নিয়েছেন। দুর্ঘটনায় নিহত চালকের সহকারীকে উদ্ধার করে শেরপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

স্থানীয়দের বরাত দিয়ে শেরপুর হাইওয়ে পুলিশের এক সদস্য বলেন, আসাদ পরিবহন বাসটির চালক অসতর্ক থাকার কারণে ঢাকা থেকে বগুড়াগামী লেনে ঢুকে পড়ে। এতে বগুড়াগামী নাবিল পরিবহন বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার পরই উভয় গাড়ির চালক ঘটনাস্থলে বাসগুলো রেখে পালিয়ে যায়। 

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মাসুদ রানা বলেন, দুর্ঘটনাকবলিত ওই দুটি বাস জব্দ করে হেফাজতে নেওয়া হয়েছে। এ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

সাতকানিয়ায় ডাকাত পড়েছে বলে মাইকে ঘোষণা দিয়ে মারধর, নিহত ২

ইউএনওর সামনেই ৪ জামায়াত নেতাকে পেটালেন বিএনপি নেতারা

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত