Ajker Patrika

রাজশাহীতে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৩: ৫৪
রাজশাহীতে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে দুটি বিদেশি পিস্তলসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছ থেকে দুটি ম্যাগাজিনও উদ্ধার করেছে র‍্যাব। গ্রেপ্তার অস্ত্র ব্যবসায়ীর নাম আরিফুল ইসলাম ওরফে রতন আলী (৩২)। তাঁর বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ মোহদীপুর গ্রামে।

র‍্যাব-৫-এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল শনিবার রাত পৌনে ৯টার দিকে জেলার চারঘাট উপজেলার রাউথা দাড়িপাড়া গ্রামে এ অভিযান চালায়। সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব এ তথ্য জানিয়েছে। র‍্যাব জানায়, রতন স্বীকার করেছেন যে তিনি একজন অস্ত্র ব্যবসায়ী।

র‍্যাব আরও জানায়, অভিযান চালানোর সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে আরেক অস্ত্র কারবারি পালিয়ে গেছেন। তাঁর নাম বাবু ঢালী (৩৩)। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাংলাবাজার গ্রামে তাঁর বাড়ি। এ ব্যাপারে দুজনের বিরুদ্ধেই চারঘাট থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত