Ajker Patrika

বাঘায় সিগারেট বাকি না দেওয়া দোকান ভাঙচুর ও হামলার অভিযোগ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 
বাঘায় সিগারেট বাকি না দেওয়া দোকান ভাঙচুর ও হামলার অভিযোগ

রাজশাহীর বাঘায় সিগারেট বাকি না দেওয়ায় দোকানে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা বাজারে বিসমিল্লাহ স্টোরের এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আবুল তালেব দীর্ঘদিন ধরে দিঘা বাজারে বিসমিল্লাহ স্টোর নামে একটি মুদিখানা দোকান দিয়ে ব্যবসা করে আসছিলেন। দিঘা দাবিয়াতলা গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে নাসির উদ্দিন এই দোকানে সিগারেট কিনতে যান। নগদ টাকা চাওয়ায় আবুল তালেবের দোকানের সামনে থাকা ডিমের খাচি ভাঙচুর করে চলে যায়। নাসির উদ্দিন তাঁর লোকজন নিয়ে এসে তাঁকে মারপিট করে কীভাবে বাজারে ব্যবসা করবেন বলে হুমকি দেয়। আবু তালেব দিঘা বলারবাড়ি গ্রামের শফিকুল ইসলামের ভাড়া বাড়িতে থেকে ব্যবসা করেন। 

আবু তালেব বলেন, ‘এর আগেও তাঁর লোক সিগারেট বাকি নিয়ে টাকা দেয়নি। টাকা চাইলে খারাপ আচরণ করে। আবারও সিগারেট বাকি নিতে আসলে না দেওয়ায় আমাকে লাঞ্ছিত করে দোকানের সামনে থাকা ডিম ভাঙচুর করেছে।’ 

অভিযোগের বিষয়ে নাসির উদ্দিন বলেন, ‘বাজারে কোনো দোকানে বাকি নেই। সিগারেট না দিতেই টাকা চাওয়ায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।’ 

এ বিষয়ে বাউসা ইউনিয়নের দিঘা ১ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য (মেম্বার) আবদুল আজিজ ও বাজার কমিটির সভাপতি ফজলুর রশিদ বলেন, ‘বিষয়টি নিয়ে বাজার কমিটি বসে ব্যবস্থা নেব।’ 

বাঘা থানার উপপরিদর্শক (এসআই) শুকুর আলী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। এ বিষয়ে লিখিত অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত