Ajker Patrika

রাজশাহীতে সাংবাদিক নেতার গাড়িতে হামলা ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ২১: ২৫
Thumbnail image

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি রফিকুল ইসলামের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ সময় তিনি অক্ষত থাকলেও হামলাকারীরা তাঁর প্রাইভেটকারটি ভাঙচুর করে। আজ শুক্রবার বিকেলে জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় এ ঘটনা ঘটে।

হামলার প্রতিবাদে আরইউজের পক্ষ থেকে কাল শনিবার বেলা ১১টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে।

সাংবাদিক নেতা রফিকুল ইসলাম বলেন, আজ (শুক্রবার) বিকেলে তিনি রাজশাহী-ঢাকা মহাসড়ক দিয়ে শহরের দিকে আসছিলেন। পথে পুঠিয়ার বানেশ্বর এলাকায় পৌঁছালে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমনউজ্জামান সুমনের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন যুবক তার প্রাইভেটকারটি ঘিরে ধরে। পরে কিছু বুঝে ওঠার আগেই তারা চাইনিজ কুড়াল, রামদা ও লোহার পাইপ দিয়ে গাড়ি ভাঙচুর শুরু করে। 

তিনি আরও বলেন, ‘হামলাটি খুবই উদ্দেশ্যপ্রণোদিত মনে হয়েছে। কারণ, এই হামলায় নেতৃত্ব দেওয়া সুমনউজ্জামান সুমনের নারী কেলেঙ্কারির ব্যাপারে আমি একটি সংবাদ প্রকাশ করেছি। গাড়ি ভাঙচুরের সময় প্রচণ্ড আতঙ্কিত অবস্থায় আমি ভেতরেই বসে ছিলাম। গাড়ি থেকে বের হলে তারা আমাকে প্রাণে মেরে ফেলত। এ ব্যাপারে আমি আইনের আশ্রয় নেব।’ 

এদিকে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে রাজশাহীর সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নেতৃবৃন্দ। সংগঠনের সাধারণ সম্পাদক তানজিমুল হক বলেন, ‘রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতির ওপর হামলা মানে সব সাংবাদিকের ওপর হামলা। আমরা এই ন্যক্কারজনক হামলার বিচার চাই। পুলিশ দ্রুততম সময়ের মধ্যে হামলায় জড়িতদের গ্রেপ্তার করবে বলে আশা রাখি। তা না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’ 

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন আজকের পত্রিকাকে জানান, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতির ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের বিষয়টি তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশও পাঠিয়ে ছিলেন। এ ব্যাপারে সাংবাদিক রফিকুল ইসলামকে থানায় অভিযোগ দিতে বলেছেন। অভিযোগ দিলে তিনি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত