Ajker Patrika

রাজশাহীতে শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

রাজশাহীতে ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুহা. হাসানুজ্জামান এই রায় ঘোষণা করেন। 

দণ্ড পাওয়া ব্যক্তির নাম বজলুর রহমান (৪৫)। তিনি রাজশাহীর দুর্গাপুর উপজেলার মাড়িয়া গ্রামের বাসিন্দা। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুন নাহার মুক্তি এসব তথ্য নিশ্চিত করেছেন। 

শামসুন নাহার বলেন, ‘২০২০ সালের ৩০ জুন রাজশাহীর দুর্গাপুর থানায় আসামি বজলুর রহমানের নামে একটি ধর্ষণ মামলা হয়। আসামি ওই মামলার বাদীর আত্মীয় হন। সেই সুবাদে তিনি বাদীর মেয়েকে তাঁর ঘরে নিয়ে ধর্ষণ করেন। এই ঘটনায় তার বাবা বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা দায়ের করেন। সেই মামলার রায় ঘোষণা করলেন আদালত।’ 

যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি আসামিকে দুই লাখ টাকা জরিমানা করেছেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড আদালত দিয়েছেন বলে জানান শামসুন নাহার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত