Ajker Patrika

গ্রেপ্তার এড়াতে গাছে উঠলেন বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ২১: ৫৪
গ্রেপ্তার এড়াতে গাছে উঠলেন বিএনপি নেতা

রাজশাহীতে গ্রেপ্তার এড়াতে গাছে উঠলেন বিএনপি নেতা। কিন্তু পুলিশের সামনেই গাছ থেকে পড়ে আহত হলেন তিনি। এ জন্য পুলিশ অবশ্য তাঁকে গ্রেপ্তার করেনি। বাচ্চু রহমান নামের এই নেতা রাজশাহীর মোহনপুর উপজেলার বিএনপির সদস্যসচিব। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মোহনপুরে বাচ্চুর বাড়ি গিয়ে তাঁকে খুঁজছিল থানা-পুলিশের একটি দল। তখন এই ঘটনা ঘটে।

জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত জানান, রাজশাহীর বিভাগীয় সমাবেশের আগে দলটির নেতাদের বাড়ি বাড়ি যাচ্ছে পুলিশ। থানায় থানায় হওয়া নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে।

কিছুদিন আগে মোহনপুর থানাতেও পুলিশ একটি মিথ্যা মামলা করেছে। এই মামলায় অজ্ঞাত আসামির তালিকায় নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। গতকাল রাতে বাচ্চুকে গ্রেপ্তার করতে পুলিশ যায়। এ সময় বাড়ির নারীরা পুলিশের সঙ্গে তর্ক করছিলেন। এই সুযোগে দেয়াল টপকে গাছে ওঠেন বাচ্চু। তখন তিনি গাছ থেকে পড়ে আহত হন। তাঁর হাতের আঙুল ভেঙে যায়। এর পর তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। তবে চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরেছেন। 

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম বাদশা বলেন, ‘পুলিশ বাচ্চুর এলাকায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়েছিল। তিনি পরিচিত মানুষ বলে পুলিশ ডাক দিয়েছিল। এতেই তিনি আতঙ্কিত হয়ে গাছে ওঠেন। পড়ে গিয়ে তাঁর হাতের আঙুল ভেঙে যায়। তাঁকে গ্রেপ্তার করতে পুলিশ যায়নি। এ জন্য তাঁকে গ্রেপ্তারও করা হয়নি। ’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত