Ajker Patrika

রাজশাহীতে শিশু ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ২৩ মার্চ ২০২৩, ১৫: ৫৪
রাজশাহীতে শিশু ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন

রাজশাহীতে শিশু ধর্ষণের মামলায় আসামির নাসিরুল ইমলাম ওরফে নাসিরকে (২৬) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও এক মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার দুপুর দেড়টায় রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মুহা. হাসানুজ্জামান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুন্নাহার মুক্তি এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২০ সালের ২১ জুন বিকেলে সাত বছরের ওই শিশুকে পাটখেতে নিয়ে ধর্ষণ করেন আসামি নাসির। পরে ওই শিশুর মা চারঘাট থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন। পরে সাক্ষীদের সাক্ষ্য ও মেডিকেল রিপোর্টে প্রমাণিত হয় ওই শিশু ধর্ষণের শিকার হয়েছিল।

আইনজীবী শামসুন্নাহার মুক্তি আরও জানান, আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার জেলায় কর্মী নেবে সিটি ব্যাংক, আবেদন শেষ ১৬ নভেম্বর

বিএনপির ফাঁকা রাখা ঢাকার আসনে এনসিপির মনোনয়নপত্র নিলেন তাসনিম জারা

রাজধানীর মোহাম্মদপুরে বাসা থেকে ছাত্রদল নেতার লাশ উদ্ধার

কর্মী নিয়োগ দেবে কেয়ার বাংলাদেশ, বেতন ৪৫ হাজার টাকা

রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি সাময়িক বন্ধ থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
Loading...