বগুড়া প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জে বাড়ি দখল করতে ভাঙচুর করে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ ছাত্রলীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে। আজ রোববার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে শনিবার (১৯ নভেম্বর) সকালে শিবগঞ্জ উপজেলার কালিপাড়া মহল্লায় এই ঘটনা ঘটে। এরপর ওই দিন রাতেই ভুক্তভোগী আবু তাহের (৫৮) বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাসহ ২০ জনের নাম উল্লেখ করে মোট ৪০ জনকে আসামি করা হয়েছে।
মামলার আসামিরা হলেন, পৌর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হারেক আলী, পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহীন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সামিউল ইসলাম তায়েব, সাংগঠনিক সম্পাদক রাকিব হাসানসহ ৪০ জন। তাঁদের মধ্যে আবু রায়হান ও রাকিব হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানায় দায়েরকৃত মামলা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শিবগঞ্জ পৌর এলাকার কালিপাড়া এলাকায় বসতবাড়ি সংলগ্ন ৮ শতক জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে আবু তাহেরের সঙ্গে তাঁর প্রতিবেশী আমিরুল ইসলামের দ্বন্দ্ব চলছিল। বিবাদমান ওই জায়গায় গতকাল শনিবার আমিরুল ইসলাম প্রাচীর নির্মাণ করতে যান। আবু তাহের তাদের বাধা প্রদান করলে আমিরুল ইসলামের পক্ষ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বেশ কিছু নেতা-কর্মী সেখানে হামলা চালান। এ সময় তাহেরের বাড়ি ভাঙচুর ছাড়াও লুটপাট চালানো হয়। লুটপাটে বাধা দিতে গেলে তাহের এবং তাঁর ছেলে, জামাতা ও পুত্রবধূকে মারধর করা হয়।
পরে অভিযুক্তরা ভাঙচুরকৃত বাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে আনে। আহতরা ৯৯৯ ফোন করলে থানা-পুলিশ ও শিবগঞ্জ সোনাতলা সার্কেলের সহকারী পুলিশ সুপার তানভীর আলম ঘটনাস্থলে যান। পুলিশ আহত ওই চারজনকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
আমিরুল ইসলাম বলেন, ‘ওই জায়গা আমাদের ক্রয়কৃত সম্পত্তি। কিন্তু আবু তাহের ওরফে তায়েব আলী জোরপূর্বক তা দখল করেছে। সেটি উদ্ধার করতে গেলে আমাদের ফাঁসানোর উদ্দেশে তার খড়ের পালায় নিজেই আগুন ধরিয়ে দিয়েছে।’
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনজুরুল আলম বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ সেখানে অভিযান চালিয়ে রায়হান ও রাকিব নামের দুজনকে আটক করে। পরে আবু তাহেরের দায়েরকৃত মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’
বগুড়ার শিবগঞ্জে বাড়ি দখল করতে ভাঙচুর করে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ ছাত্রলীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে। আজ রোববার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে শনিবার (১৯ নভেম্বর) সকালে শিবগঞ্জ উপজেলার কালিপাড়া মহল্লায় এই ঘটনা ঘটে। এরপর ওই দিন রাতেই ভুক্তভোগী আবু তাহের (৫৮) বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাসহ ২০ জনের নাম উল্লেখ করে মোট ৪০ জনকে আসামি করা হয়েছে।
মামলার আসামিরা হলেন, পৌর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হারেক আলী, পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহীন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সামিউল ইসলাম তায়েব, সাংগঠনিক সম্পাদক রাকিব হাসানসহ ৪০ জন। তাঁদের মধ্যে আবু রায়হান ও রাকিব হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানায় দায়েরকৃত মামলা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শিবগঞ্জ পৌর এলাকার কালিপাড়া এলাকায় বসতবাড়ি সংলগ্ন ৮ শতক জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে আবু তাহেরের সঙ্গে তাঁর প্রতিবেশী আমিরুল ইসলামের দ্বন্দ্ব চলছিল। বিবাদমান ওই জায়গায় গতকাল শনিবার আমিরুল ইসলাম প্রাচীর নির্মাণ করতে যান। আবু তাহের তাদের বাধা প্রদান করলে আমিরুল ইসলামের পক্ষ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বেশ কিছু নেতা-কর্মী সেখানে হামলা চালান। এ সময় তাহেরের বাড়ি ভাঙচুর ছাড়াও লুটপাট চালানো হয়। লুটপাটে বাধা দিতে গেলে তাহের এবং তাঁর ছেলে, জামাতা ও পুত্রবধূকে মারধর করা হয়।
পরে অভিযুক্তরা ভাঙচুরকৃত বাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে আনে। আহতরা ৯৯৯ ফোন করলে থানা-পুলিশ ও শিবগঞ্জ সোনাতলা সার্কেলের সহকারী পুলিশ সুপার তানভীর আলম ঘটনাস্থলে যান। পুলিশ আহত ওই চারজনকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
আমিরুল ইসলাম বলেন, ‘ওই জায়গা আমাদের ক্রয়কৃত সম্পত্তি। কিন্তু আবু তাহের ওরফে তায়েব আলী জোরপূর্বক তা দখল করেছে। সেটি উদ্ধার করতে গেলে আমাদের ফাঁসানোর উদ্দেশে তার খড়ের পালায় নিজেই আগুন ধরিয়ে দিয়েছে।’
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনজুরুল আলম বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ সেখানে অভিযান চালিয়ে রায়হান ও রাকিব নামের দুজনকে আটক করে। পরে আবু তাহেরের দায়েরকৃত মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় একাধিক মামলায় পরোয়ানাভুক্ত নুসরাত জাহান নুপুর (৩৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আত্মীয়স্বজন ও বিভিন্ন ঋণদান সংস্থার কাছ থেকে নেওয়া টাকা পরিশোধ না করায় তাঁর বিরুদ্ধে দুই ডজনেরও বেশি অর্থ ঋণের মামলা রয়েছে।
৪ মিনিট আগেরাজধানীর সরকারি সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে চলতি মাসের মধ্যেই অধ্যাদেশ জারি এবং দ্রুত অন্তবর্তী প্রশাসন গঠনের দাবিতে আবার আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী শনিবার বিকেল ৪টায় ইডেন মহিলা কলেজের ১ নম্বর গেটে এ সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি...
৬ মিনিট আগেসিলেটের জকিগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য বদরুল আলম আফজলকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার ভোররাতে জকিগঞ্জ সদর ইউপির সেনাপতিরচক গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৮ মিনিট আগেইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রোকন উদ্দিনের বক্তব্যকে ‘মিথ্যাচার’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন। আজ শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক মনির হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়...
২৩ মিনিট আগে