Ajker Patrika

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে ধাক্কা, শিক্ষার্থী নিহত 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে ধাক্কা, শিক্ষার্থী নিহত 

রাজশাহীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে ধাক্কা লেগে মো. ফরিদুজ্জামান (২১) নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন। 

গতকাল রোববার রাত ১১টার দিকে রাজশাহী সার্কিট হাউস সংলগ্ন শিমলা পার্ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ফরিদুজ্জামান রাজশাহীর বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাবার নাম দুরুল হুদা। তিনি রাজশাহী মহানগর পুলিশের সদস্য। 

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। 

ওসি জানান, এক বন্ধুসহ ফরিদুজ্জামান মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। পথে সার্কিট হাউসের সামনের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ফুটপাতে ধাক্কা লাগে। এতে দুজনই ছিটকে পড়েন। এ সময় ফরিদুজ্জামানের ঘটনাস্থলেই মৃত্যু হয়। অপরজন সামান্য আহত হন। আইনগত প্রক্রিয়া শেষে ফরিদুজ্জামানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত