Ajker Patrika

পদ্মার জালে ধরা পড়া ১৩ কেজির বাগাড় ১১ হাজারে বিক্রি 

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ২০: ২৭
পদ্মার জালে ধরা পড়া ১৩ কেজির বাগাড় ১১ হাজারে বিক্রি 

রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে এক জেলের জালে ১৩ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। মাছটি ১১ হাজার টাকায় বিক্রি হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের চকরাজাপুর উচ্চবিদ্যালয়ের নিচে পদ্মায় এই মাছটি ধরা পড়ে। পরে নদীর ধারে চুক্তিমূল্যে মাছটি কিনে নেন চকরাজাপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষক তানভীর আহম্মেদ। পদ্মা নদীর ধারে এই মাছ দেখতে স্কুলের ছাত্র-ছাত্রীসহ অনেকে ভিড় করে।

কালিদাসখালী চরের জেলে হাসিনুর মন্ডল বলেন, ‘অন্যান্য দিনের মতো লোকজন নিয়ে চকরাজাপুর উচ্চবিদ্যালয়ের নিচে পদ্মায় মাছ ধরতে যাই। পদ্মার অদূরে সকালে মাছটি ধরা পড়ে জালে। পরে মাছটি চুক্তিমূল্যে ১১ হাজার টাকায় বিক্রি করি। এ বছর নিজে প্রথম একটি বড় আকারের বাগাড় মাছ পেলাম। এতে আমি অত্যন্ত খুশি।’

মাছ ক্রেতা চকরাজাপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষক তানভীর আহম্মেদ বলেন, ‘পদ্মা নদীতে ধরা পড়া ১৩ কেজি ওজনের বাগাড় মাছটি ১১ হাজার টাকা দিয়ে কিনেছি।’

তানভীর আহম্মেদ বলেন, ‘আমার বাসা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়ায়। বাঘা উপজেলার পদ্মার চরে চকরাজাপুর উচ্চবিদ্যালয়ে শিক্ষকতা করি। পদ্মা নদীর তাজা বড় আকারের মাছ পেলে কেনার জন্য বলেন আমার খালাতো ভাই শাহিনুর রহমান। তিনি ঢাকায় থাকেন। পরে তাঁর সঙ্গে কথা বলে ১৩ কেজি ওজনের বাগাড় কিনেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত