Ajker Patrika

রাবি ছাত্রীদের নিয়ে কটূক্তি, ছাত্র উপদেষ্টাকে অপসারণের দাবি

রাবি প্রতিনিধি
আপডেট : ১৪ মে ২০২২, ১৫: ৫৭
রাবি ছাত্রীদের নিয়ে কটূক্তি, ছাত্র উপদেষ্টাকে অপসারণের দাবি

ছাত্রীদের জীবনযাপন নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র উপদেষ্টা অধ্যাপক তারেক নুরের করা মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা। একই সঙ্গে অধ্যাপকের করা কটূক্তির জন্য তারেক নুরকে ছাত্র উপদেষ্টার পদ থেকে অপসারণের দাবি জানিয়েছেন নেতাকর্মীরা।

আজ শনিবার সকালে শাখা ছাত্র ফেডারেশনের সদস্য সন্তপ সন্ধি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রীদের নিয়ে করা মন্তব্যের মাধ্যমে ছাত্র উপদেষ্টার নারী শিক্ষার্থীদের হেয় প্রতিপন্ন করা হয়েছে, যা একজন শিক্ষক করতে পারেন না। ভুল স্বীকার করে তাঁর বক্তব্য প্রত্যাহার এবং কিসের ভিত্তিতে তিনি এ মন্তব্য করেছেন তার জবাবদিহি করতে হবে। 

ছাত্র ফেডারেশন মনে করে, এমন মন্তব্য করার পর অধ্যাপক তারেক নুর নৈতিকভাবেই ছাত্র উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ পদে বহাল থাকতে পারেন না। 

সান্ধ্য আইন বিশ্ববিদ্যালয়ের ধারণার সঙ্গে সাংঘর্ষিক দাবি করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ আইনের ফলে বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক এবং শিল্প, সাহিত্য ও সংস্কৃতি সর্বোপরি উন্মুক্ত জ্ঞানচর্চার পথ বন্ধ করে দেয়। ফলে শিক্ষার্থীদের মুক্ত বিকাশ ও মনন গঠনে অচিরেই সান্ধ্য আইন বাতিল করতে হবে। সান্ধ্য আইন বাতিলের দাবিতে নারী-পুরুষ সব শিক্ষার্থীকে ঐক্যবদ্ধ হওয়া এবং সান্ধ্য আইন বাতিলের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করারও পরামর্শ দেন তাঁরা। 

উল্লেখ্য, সম্প্রতি সান্ধ্য আইনের আওতায় ছাত্রী হলে প্রবেশের সময়সীমা কমিয়ে আনার সিদ্ধান্ত নেন হল প্রাধ্যক্ষরা। পরে সান্ধ্য আইনের যৌক্তিকতা নিয়ে একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ছাত্র উপদেষ্টা তারেক নুর বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা অনেক বেশি এলোমেলো জীবনযাপন করছেন এবং বিভিন্ন জায়গা থেকে তাঁদের নামে অভিযোগ আসছে। ফলে তাঁদের হলে প্রবেশের বিষয়ে আগের চেয়ে সময় কমিয়ে নির্ধারণ করা হয়েছে।’ পরে তিনি দাবি করে বলেন, ‘তাঁর মন্তব্য গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাই ঘোষণাপত্র: গণ-অভ্যুত্থানের দলিলে যা যা রয়েছে

২৪ ঘণ্টার মধ্যে ভারতের শুল্ক অনেক বাড়িয়ে দেব: ট্রাম্পের হুমকি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত