রাবি প্রতিনিধি
ছাত্রীদের জীবনযাপন নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র উপদেষ্টা অধ্যাপক তারেক নুরের করা মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা। একই সঙ্গে অধ্যাপকের করা কটূক্তির জন্য তারেক নুরকে ছাত্র উপদেষ্টার পদ থেকে অপসারণের দাবি জানিয়েছেন নেতাকর্মীরা।
আজ শনিবার সকালে শাখা ছাত্র ফেডারেশনের সদস্য সন্তপ সন্ধি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রীদের নিয়ে করা মন্তব্যের মাধ্যমে ছাত্র উপদেষ্টার নারী শিক্ষার্থীদের হেয় প্রতিপন্ন করা হয়েছে, যা একজন শিক্ষক করতে পারেন না। ভুল স্বীকার করে তাঁর বক্তব্য প্রত্যাহার এবং কিসের ভিত্তিতে তিনি এ মন্তব্য করেছেন তার জবাবদিহি করতে হবে।
ছাত্র ফেডারেশন মনে করে, এমন মন্তব্য করার পর অধ্যাপক তারেক নুর নৈতিকভাবেই ছাত্র উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ পদে বহাল থাকতে পারেন না।
সান্ধ্য আইন বিশ্ববিদ্যালয়ের ধারণার সঙ্গে সাংঘর্ষিক দাবি করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ আইনের ফলে বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক এবং শিল্প, সাহিত্য ও সংস্কৃতি সর্বোপরি উন্মুক্ত জ্ঞানচর্চার পথ বন্ধ করে দেয়। ফলে শিক্ষার্থীদের মুক্ত বিকাশ ও মনন গঠনে অচিরেই সান্ধ্য আইন বাতিল করতে হবে। সান্ধ্য আইন বাতিলের দাবিতে নারী-পুরুষ সব শিক্ষার্থীকে ঐক্যবদ্ধ হওয়া এবং সান্ধ্য আইন বাতিলের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করারও পরামর্শ দেন তাঁরা।
উল্লেখ্য, সম্প্রতি সান্ধ্য আইনের আওতায় ছাত্রী হলে প্রবেশের সময়সীমা কমিয়ে আনার সিদ্ধান্ত নেন হল প্রাধ্যক্ষরা। পরে সান্ধ্য আইনের যৌক্তিকতা নিয়ে একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ছাত্র উপদেষ্টা তারেক নুর বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা অনেক বেশি এলোমেলো জীবনযাপন করছেন এবং বিভিন্ন জায়গা থেকে তাঁদের নামে অভিযোগ আসছে। ফলে তাঁদের হলে প্রবেশের বিষয়ে আগের চেয়ে সময় কমিয়ে নির্ধারণ করা হয়েছে।’ পরে তিনি দাবি করে বলেন, ‘তাঁর মন্তব্য গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।’
ছাত্রীদের জীবনযাপন নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র উপদেষ্টা অধ্যাপক তারেক নুরের করা মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা। একই সঙ্গে অধ্যাপকের করা কটূক্তির জন্য তারেক নুরকে ছাত্র উপদেষ্টার পদ থেকে অপসারণের দাবি জানিয়েছেন নেতাকর্মীরা।
আজ শনিবার সকালে শাখা ছাত্র ফেডারেশনের সদস্য সন্তপ সন্ধি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রীদের নিয়ে করা মন্তব্যের মাধ্যমে ছাত্র উপদেষ্টার নারী শিক্ষার্থীদের হেয় প্রতিপন্ন করা হয়েছে, যা একজন শিক্ষক করতে পারেন না। ভুল স্বীকার করে তাঁর বক্তব্য প্রত্যাহার এবং কিসের ভিত্তিতে তিনি এ মন্তব্য করেছেন তার জবাবদিহি করতে হবে।
ছাত্র ফেডারেশন মনে করে, এমন মন্তব্য করার পর অধ্যাপক তারেক নুর নৈতিকভাবেই ছাত্র উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ পদে বহাল থাকতে পারেন না।
সান্ধ্য আইন বিশ্ববিদ্যালয়ের ধারণার সঙ্গে সাংঘর্ষিক দাবি করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ আইনের ফলে বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক এবং শিল্প, সাহিত্য ও সংস্কৃতি সর্বোপরি উন্মুক্ত জ্ঞানচর্চার পথ বন্ধ করে দেয়। ফলে শিক্ষার্থীদের মুক্ত বিকাশ ও মনন গঠনে অচিরেই সান্ধ্য আইন বাতিল করতে হবে। সান্ধ্য আইন বাতিলের দাবিতে নারী-পুরুষ সব শিক্ষার্থীকে ঐক্যবদ্ধ হওয়া এবং সান্ধ্য আইন বাতিলের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করারও পরামর্শ দেন তাঁরা।
উল্লেখ্য, সম্প্রতি সান্ধ্য আইনের আওতায় ছাত্রী হলে প্রবেশের সময়সীমা কমিয়ে আনার সিদ্ধান্ত নেন হল প্রাধ্যক্ষরা। পরে সান্ধ্য আইনের যৌক্তিকতা নিয়ে একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ছাত্র উপদেষ্টা তারেক নুর বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা অনেক বেশি এলোমেলো জীবনযাপন করছেন এবং বিভিন্ন জায়গা থেকে তাঁদের নামে অভিযোগ আসছে। ফলে তাঁদের হলে প্রবেশের বিষয়ে আগের চেয়ে সময় কমিয়ে নির্ধারণ করা হয়েছে।’ পরে তিনি দাবি করে বলেন, ‘তাঁর মন্তব্য গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।’
রাজশাহীর তানোর উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও মামলা করে হয়রানির প্রতিবাদে মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নগরের সাহেববাজার জিরোপয়েন্টে এই কর্মসূচির আয়োজন করে জাতীয় আদিবাসী পরিষদ।
১ মিনিট আগেঝিনাইদহের কোটচাঁদপুরে রেললাইনের পাশে অজ্ঞাত এক যুবকের (৩০) লাশ পাওয়া গেছে। বুধবার রাতের কোনো এক সময় ট্রেন থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন স্টেশনমাস্টার। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কোটচাঁদপুর-কালীগঞ্জ থানার পুলিশ।
৪ মিনিট আগেবঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে চার দিন ধরে ভাসতে থাকা ‘এমভি মা বাবার দোয়া’ ট্রলারসহ ১৩ জেলেকে উদ্ধার করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন। জাতীয় জরুরি সেবা-৯৯৯-এ কল পেয়ে গতকাল বুধবার বিকেলে সুন্দরবনের দুবলারচরের আলোরকোল থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল পশ্চিমে সমুদ্রের মধ্য থেকে এই জেলেদের উদ্ধার করা হয়।
৭ মিনিট আগেঅপরাধী পুলিশ সদস্যদের বিচারের আওতায় এনে ও তাঁদের সরিয়ে দিয়ে পুলিশ বাহিনীকে সগৌরবে ফেরানো ও মানুষের কাছে গ্রহণযোগ্য হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। আজ বৃহস্পতিবার দুপুরে রংপুরে ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আ
৮ মিনিট আগে