রাবি প্রতিনিধি
ছাত্রীদের জীবনযাপন নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র উপদেষ্টা অধ্যাপক তারেক নুরের করা মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা। একই সঙ্গে অধ্যাপকের করা কটূক্তির জন্য তারেক নুরকে ছাত্র উপদেষ্টার পদ থেকে অপসারণের দাবি জানিয়েছেন নেতাকর্মীরা।
আজ শনিবার সকালে শাখা ছাত্র ফেডারেশনের সদস্য সন্তপ সন্ধি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রীদের নিয়ে করা মন্তব্যের মাধ্যমে ছাত্র উপদেষ্টার নারী শিক্ষার্থীদের হেয় প্রতিপন্ন করা হয়েছে, যা একজন শিক্ষক করতে পারেন না। ভুল স্বীকার করে তাঁর বক্তব্য প্রত্যাহার এবং কিসের ভিত্তিতে তিনি এ মন্তব্য করেছেন তার জবাবদিহি করতে হবে।
ছাত্র ফেডারেশন মনে করে, এমন মন্তব্য করার পর অধ্যাপক তারেক নুর নৈতিকভাবেই ছাত্র উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ পদে বহাল থাকতে পারেন না।
সান্ধ্য আইন বিশ্ববিদ্যালয়ের ধারণার সঙ্গে সাংঘর্ষিক দাবি করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ আইনের ফলে বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক এবং শিল্প, সাহিত্য ও সংস্কৃতি সর্বোপরি উন্মুক্ত জ্ঞানচর্চার পথ বন্ধ করে দেয়। ফলে শিক্ষার্থীদের মুক্ত বিকাশ ও মনন গঠনে অচিরেই সান্ধ্য আইন বাতিল করতে হবে। সান্ধ্য আইন বাতিলের দাবিতে নারী-পুরুষ সব শিক্ষার্থীকে ঐক্যবদ্ধ হওয়া এবং সান্ধ্য আইন বাতিলের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করারও পরামর্শ দেন তাঁরা।
উল্লেখ্য, সম্প্রতি সান্ধ্য আইনের আওতায় ছাত্রী হলে প্রবেশের সময়সীমা কমিয়ে আনার সিদ্ধান্ত নেন হল প্রাধ্যক্ষরা। পরে সান্ধ্য আইনের যৌক্তিকতা নিয়ে একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ছাত্র উপদেষ্টা তারেক নুর বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা অনেক বেশি এলোমেলো জীবনযাপন করছেন এবং বিভিন্ন জায়গা থেকে তাঁদের নামে অভিযোগ আসছে। ফলে তাঁদের হলে প্রবেশের বিষয়ে আগের চেয়ে সময় কমিয়ে নির্ধারণ করা হয়েছে।’ পরে তিনি দাবি করে বলেন, ‘তাঁর মন্তব্য গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।’
ছাত্রীদের জীবনযাপন নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র উপদেষ্টা অধ্যাপক তারেক নুরের করা মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা। একই সঙ্গে অধ্যাপকের করা কটূক্তির জন্য তারেক নুরকে ছাত্র উপদেষ্টার পদ থেকে অপসারণের দাবি জানিয়েছেন নেতাকর্মীরা।
আজ শনিবার সকালে শাখা ছাত্র ফেডারেশনের সদস্য সন্তপ সন্ধি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রীদের নিয়ে করা মন্তব্যের মাধ্যমে ছাত্র উপদেষ্টার নারী শিক্ষার্থীদের হেয় প্রতিপন্ন করা হয়েছে, যা একজন শিক্ষক করতে পারেন না। ভুল স্বীকার করে তাঁর বক্তব্য প্রত্যাহার এবং কিসের ভিত্তিতে তিনি এ মন্তব্য করেছেন তার জবাবদিহি করতে হবে।
ছাত্র ফেডারেশন মনে করে, এমন মন্তব্য করার পর অধ্যাপক তারেক নুর নৈতিকভাবেই ছাত্র উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ পদে বহাল থাকতে পারেন না।
সান্ধ্য আইন বিশ্ববিদ্যালয়ের ধারণার সঙ্গে সাংঘর্ষিক দাবি করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ আইনের ফলে বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক এবং শিল্প, সাহিত্য ও সংস্কৃতি সর্বোপরি উন্মুক্ত জ্ঞানচর্চার পথ বন্ধ করে দেয়। ফলে শিক্ষার্থীদের মুক্ত বিকাশ ও মনন গঠনে অচিরেই সান্ধ্য আইন বাতিল করতে হবে। সান্ধ্য আইন বাতিলের দাবিতে নারী-পুরুষ সব শিক্ষার্থীকে ঐক্যবদ্ধ হওয়া এবং সান্ধ্য আইন বাতিলের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করারও পরামর্শ দেন তাঁরা।
উল্লেখ্য, সম্প্রতি সান্ধ্য আইনের আওতায় ছাত্রী হলে প্রবেশের সময়সীমা কমিয়ে আনার সিদ্ধান্ত নেন হল প্রাধ্যক্ষরা। পরে সান্ধ্য আইনের যৌক্তিকতা নিয়ে একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ছাত্র উপদেষ্টা তারেক নুর বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা অনেক বেশি এলোমেলো জীবনযাপন করছেন এবং বিভিন্ন জায়গা থেকে তাঁদের নামে অভিযোগ আসছে। ফলে তাঁদের হলে প্রবেশের বিষয়ে আগের চেয়ে সময় কমিয়ে নির্ধারণ করা হয়েছে।’ পরে তিনি দাবি করে বলেন, ‘তাঁর মন্তব্য গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।’
প্রবাস থেকে বাড়ি ফেরার পথে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে একই পরিবারের নারী ও শিশুসহ ৬ জন নিহত হয়েছে।
১১ মিনিট আগেনীলফামারীর সৈয়দপুরে চলছে মাদকের রমরমা কারবার। উপজেলার অর্ধশত স্থানে দেদার মাদক কেনাবেচা চলে বলে জানা গেছে। প্রতিদিন ১৫-২০ লাখ টাকার মাদক বিক্রি হয় এসব স্পটে। সেই হিসাবে প্রতি মাসে মাদকসেবীদের কাছ থেকে ৪ থেকে ৬ কোটি টাকা হাতবদল হয়।
৪২ মিনিট আগেবরিশাল নগরের প্রায় সাড়ে ৪ লাখ মানুষের পানির চাহিদা মেটাতে স্থাপন করা হয়েছিল দুটি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট; যাতে ব্যয় হয়েছিল ৫০ কোটি টাকা। তবে ৯ বছর আগে স্থাপন করা প্ল্যান্ট দুটি থেকে এখনো পানি সরবরাহ শুরু হয়নি। প্ল্যান্টগুলোর অনেক যন্ত্রাংশ নষ্ট হয়ে গেছে। এদিকে পানির স্তর নেমে যাওয়ায় সংকটে
১ ঘণ্টা আগেবিদ্যুৎ কেন্দ্রটির ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান মঙ্গলবার (৫ আগস্ট) রাত ১১টা ১০ মিনিটে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাত সাড়ে ১০টা থেকে জলকপাটগুলো ৬ ইঞ্চি থেকে বাড়িয়ে দেড় ফুট (১৮ ইঞ্চি) পর্যন্ত খোলা হয়েছে। এতে প্রতি সেকেন্ডে প্রায় ২৯ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নিস্কাশন
১ ঘণ্টা আগে