প্রতিনিধি
রাজশাহী: রাজশাহীতে এবার মাত্র ৪৫ দিন বয়সী এক কন্যাশিশুর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। শিশুটি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ডেডিকেটেড ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। শনিবার (২৬ জুন) দুপুরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে গত ২০ জুন র্যাপিড অ্যান্টিজেন টেস্টে শিশুটির করোনা পজিটিভ হয়। শিশুর নাম আফরিন রহমান। তাঁর বাবার নাম আরিফুর রহমান। তিনি নগরীর ছোট বনগ্রাম এলাকার বাসিন্দা। আরিফুর রহমানও বর্তমানে করোনা পজিটিভ অবস্থায় আছেন।
হাসপাতালে শিশুটির সঙ্গে আছেন তার মা মাহাবুবা খাতুন। তিনি জানান, গত রোববার নগরীর রেলগেট এলাকায় আফরিনের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। এতে রিপোর্ট আসে পজিটিভ। তারপর বাসায় ছিলেন। শিশুর বাবা আরিফুরও বাসায় আইসোলেশনে আছেন।
মাহবুবা জানান, করোনা পজিটিভ জানার পর লক্ষ্য করেন তাঁর মেয়ের শারীরিক সমস্যা বাড়ছে। তাই শনিবার তাঁকে রাজশাহীর খ্রিষ্টিয়ান মিশন হাসপাতালে নিয়ে যান। সেখানে জানানো হয়, মিশন হাসপাতালে করোনার চিকিৎসা হয় না। এরপর নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানেও শিশুটিকে ভর্তি নেওয়া হয়নি। পাঠিয়ে দেওয়া হয় রামেক হাসপাতালে।
তবে স্বামী এবং কন্যাশিশু করোনায় আক্রান্ত হলেও নিজের পরীক্ষা করাননি মাহাবুবা খাতুন। তিনি বলেন, ‘স্বামী আর বুকের সন্তান আক্রান্ত। তাই ধরেই নিয়েছি আমিও আক্রান্ত। তবে আমার কোনো শারীরিক সমস্যা নেই।’ তিনি মেয়ের চিকিৎসার জন্য সবার সহায়তা চান।
মাহাবুবা জানান, হাসপাতালে ভর্তি করার পর কয়েকটি পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট স্বাভাবিক আছে বলে চিকিৎসক জানিয়েছেন। তাও তাঁর ভয় হচ্ছে। পরীক্ষার জন্য রক্ত দেওয়ায় বাচ্চাটা কাহিল হয়ে পড়েছে। সন্ধ্যার পর থেকে ঘুমাচ্ছে। মাঝে মাঝে চোখ মেলে তাকাচ্ছে।
রাজশাহীতে এত কম বয়সী শিশুর করোনা আক্রান্তের খবর এবারই প্রথম পাওয়া গেল। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, শিশুদের জন্য আলাদা কোনো ওয়ার্ড নেই। তাই বড়দের ওয়ার্ডেই বাচ্চাটাকে রাখা হয়েছে। তবে শিশু বিশেষজ্ঞ এবং কোভিডের চিকিৎসকদের সমন্বয়ে গুরুত্ব সহকারে শিশুটির চিকিৎসা দেওয়া হচ্ছে।
রাজশাহী: রাজশাহীতে এবার মাত্র ৪৫ দিন বয়সী এক কন্যাশিশুর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। শিশুটি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ডেডিকেটেড ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। শনিবার (২৬ জুন) দুপুরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে গত ২০ জুন র্যাপিড অ্যান্টিজেন টেস্টে শিশুটির করোনা পজিটিভ হয়। শিশুর নাম আফরিন রহমান। তাঁর বাবার নাম আরিফুর রহমান। তিনি নগরীর ছোট বনগ্রাম এলাকার বাসিন্দা। আরিফুর রহমানও বর্তমানে করোনা পজিটিভ অবস্থায় আছেন।
হাসপাতালে শিশুটির সঙ্গে আছেন তার মা মাহাবুবা খাতুন। তিনি জানান, গত রোববার নগরীর রেলগেট এলাকায় আফরিনের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। এতে রিপোর্ট আসে পজিটিভ। তারপর বাসায় ছিলেন। শিশুর বাবা আরিফুরও বাসায় আইসোলেশনে আছেন।
মাহবুবা জানান, করোনা পজিটিভ জানার পর লক্ষ্য করেন তাঁর মেয়ের শারীরিক সমস্যা বাড়ছে। তাই শনিবার তাঁকে রাজশাহীর খ্রিষ্টিয়ান মিশন হাসপাতালে নিয়ে যান। সেখানে জানানো হয়, মিশন হাসপাতালে করোনার চিকিৎসা হয় না। এরপর নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানেও শিশুটিকে ভর্তি নেওয়া হয়নি। পাঠিয়ে দেওয়া হয় রামেক হাসপাতালে।
তবে স্বামী এবং কন্যাশিশু করোনায় আক্রান্ত হলেও নিজের পরীক্ষা করাননি মাহাবুবা খাতুন। তিনি বলেন, ‘স্বামী আর বুকের সন্তান আক্রান্ত। তাই ধরেই নিয়েছি আমিও আক্রান্ত। তবে আমার কোনো শারীরিক সমস্যা নেই।’ তিনি মেয়ের চিকিৎসার জন্য সবার সহায়তা চান।
মাহাবুবা জানান, হাসপাতালে ভর্তি করার পর কয়েকটি পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট স্বাভাবিক আছে বলে চিকিৎসক জানিয়েছেন। তাও তাঁর ভয় হচ্ছে। পরীক্ষার জন্য রক্ত দেওয়ায় বাচ্চাটা কাহিল হয়ে পড়েছে। সন্ধ্যার পর থেকে ঘুমাচ্ছে। মাঝে মাঝে চোখ মেলে তাকাচ্ছে।
রাজশাহীতে এত কম বয়সী শিশুর করোনা আক্রান্তের খবর এবারই প্রথম পাওয়া গেল। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, শিশুদের জন্য আলাদা কোনো ওয়ার্ড নেই। তাই বড়দের ওয়ার্ডেই বাচ্চাটাকে রাখা হয়েছে। তবে শিশু বিশেষজ্ঞ এবং কোভিডের চিকিৎসকদের সমন্বয়ে গুরুত্ব সহকারে শিশুটির চিকিৎসা দেওয়া হচ্ছে।
কুড়িগ্রামের উলিপুরে বকেয়া টাকা চাওয়ায় এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করে আজ সোমবার আদালতে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির নাম মাবুল হোসেন (৫৫)। তিনি পাণ্ডুল ইউনিয়নের বাবুপাড়া এলাকার বাসিন্দা ও মসলা ব্যবসায়ী ছিলেন।
২ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সম্প্রতি ঘটে যাওয়া অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সম্পর্কের বেশ অবনতি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসিসহ বেশ কয়েকজন শিক্ষক লাঞ্ছিত হয়েছেন। ১৮ ফেব্রুয়ারির ঘটনার পর থেকে বেশ কয়েকবার শিক্ষক ও শিক্ষার্থীরা অপ্রত্যাশিত
৬ মিনিট আগেদৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদারের দায়ের করা মানহানির মামলায় জামিন পেয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব মোর্শেদ। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন তাঁকে জামিন দেন।
৬ মিনিট আগেসাতক্ষীরায় ট্রাকচাপায় নাঈম হোসেন নামের এক কলেজছাত্র নিহতে হয়েছেন। আজ সোমবার সকালে সদর উপজেলার আগরদাঁড়ি গ্রামে আগরদাঁড়ি মহিলা দাখিল মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে