তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
পৌরসভার সীমানা নির্ধারণের জটিলতায় মেয়াদ শেষ হওয়ার প্রায় এক বছর পেরিয়ে গেলেও সিরাজগঞ্জের তাড়াশ সদর ও নওগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নির্বাচন অনুষ্ঠিত হয়নি। অপরদিকে, পৌরসভা গঠনের চার বছর পেরিয়ে গেলেও তাড়াশ পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচন হয়নি। ফলে পাঁচ বছরের মেয়াদ শেষ হলেও আগের চেয়ারম্যান ও সদস্যরাই তাড়াশ ও নওগাঁ ইউনিয়ন পরিষদ দুটির কার্যক্রম পরিচালনা করছেন।
শুধু তাই নয়, নির্বাচন না হওয়ায় তাড়াশ পৌরসভা গঠনের পর থেকেই সরকারি কর্মকর্তা অর্থাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তারা প্রশাসক হিসেবে পৌরসভার সকল কার্যক্রম পরিচালনা করছেন।
তাড়াশ উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তাড়াশ উপজেলা সদর ও আশপাশের ৯টি ওয়ার্ড নিয়ে নবগঠিত তাড়াশ পৌরসভা গঠিত হয়। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ১১৬ জন। কিন্তু পৌরসভা গঠনের প্রায় চার বছর পেরিয়ে গেলেও কোনো মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। পৌরসভা গঠনের শুরু থেকেই তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তারা তাড়াশ পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
তাড়াশ সদর ইউনিয়নে মোট নারী ভোটার সংখ্যা ১০ হাজার ৫১১ জন ও পুরুষ ভোটার সংখ্যা ১০ হাজার ২৯৬ জন। এ ইউনিয়নে সর্বশেষ চেয়ারম্যান ও সদস্যদের নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ২৩ এপ্রিল। এ মোতাবেক ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধিদের মেয়াদ শেষ হয়েছে গত ২০২১ সালের ২ সেপ্টেম্বর।
অপরদিকে, নওগাঁ ইউনিয়নে মোট নারী ভোটার সংখ্যা ১০ হাজার ৫৭৮ জন ও পুরুষ ভোটার সংখ্যা ১০ হাজার ১৮৬ জন। এ ইউনিয়নে সর্বশেষ চেয়ারম্যান ও সদস্যদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২০১৬ সালের ২৩ এপ্রিল। সে মোতাবেক এ ইউনিয়নেও নির্বাচিতদের মেয়াদ শেষ হয়েছে ২০২১ সালের ২৭ জুলাই।
এরপর ইউনিয়ন দুটির নির্বাচনী মেয়াদ শেষের প্রায় এক বছর পেরিয়ে গেলেও আর কোনো নির্বাচন হয়নি।
এ বিষয়ে নওগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সরকার বলেন, তাড়াশ পৌরসভাসহ দুটি ইউনিয়নে মেয়াদ শেষ হলেও নির্বাচন না হওয়ায় এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। তাই পৌরসভার সীমানা জটিলতা নিরসন করে দ্রুত ইউনিয়ন পরিষদ নির্বাচন করার দাবি জানাচ্ছি।
তাড়াশ উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায় বলেন, ‘মূলত তাড়াশ পৌরসভার সীমানা নির্ধারণ এবং সদর ও নওগাঁ ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডের সীমানা সংযোজন-বিয়োজন করতে এ জটিলতার সৃষ্টি হয়েছে। এ জন্য ৬ নম্বর তাড়াশ সদর এবং ৫ নম্বর নওগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মেয়াদ শেষ হলেও নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তবে আমরা দ্রুত তাড়াশ সদর, নওগাঁ ইউনিয়ন ও তাড়াশ পৌরসভার নির্বাচন করার লক্ষ্যে সীমানা নির্ধারণের জটিলতা নিরসনে কাজ করছি।’
পৌরসভার সীমানা নির্ধারণের জটিলতায় মেয়াদ শেষ হওয়ার প্রায় এক বছর পেরিয়ে গেলেও সিরাজগঞ্জের তাড়াশ সদর ও নওগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নির্বাচন অনুষ্ঠিত হয়নি। অপরদিকে, পৌরসভা গঠনের চার বছর পেরিয়ে গেলেও তাড়াশ পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচন হয়নি। ফলে পাঁচ বছরের মেয়াদ শেষ হলেও আগের চেয়ারম্যান ও সদস্যরাই তাড়াশ ও নওগাঁ ইউনিয়ন পরিষদ দুটির কার্যক্রম পরিচালনা করছেন।
শুধু তাই নয়, নির্বাচন না হওয়ায় তাড়াশ পৌরসভা গঠনের পর থেকেই সরকারি কর্মকর্তা অর্থাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তারা প্রশাসক হিসেবে পৌরসভার সকল কার্যক্রম পরিচালনা করছেন।
তাড়াশ উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তাড়াশ উপজেলা সদর ও আশপাশের ৯টি ওয়ার্ড নিয়ে নবগঠিত তাড়াশ পৌরসভা গঠিত হয়। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ১১৬ জন। কিন্তু পৌরসভা গঠনের প্রায় চার বছর পেরিয়ে গেলেও কোনো মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। পৌরসভা গঠনের শুরু থেকেই তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তারা তাড়াশ পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
তাড়াশ সদর ইউনিয়নে মোট নারী ভোটার সংখ্যা ১০ হাজার ৫১১ জন ও পুরুষ ভোটার সংখ্যা ১০ হাজার ২৯৬ জন। এ ইউনিয়নে সর্বশেষ চেয়ারম্যান ও সদস্যদের নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ২৩ এপ্রিল। এ মোতাবেক ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধিদের মেয়াদ শেষ হয়েছে গত ২০২১ সালের ২ সেপ্টেম্বর।
অপরদিকে, নওগাঁ ইউনিয়নে মোট নারী ভোটার সংখ্যা ১০ হাজার ৫৭৮ জন ও পুরুষ ভোটার সংখ্যা ১০ হাজার ১৮৬ জন। এ ইউনিয়নে সর্বশেষ চেয়ারম্যান ও সদস্যদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২০১৬ সালের ২৩ এপ্রিল। সে মোতাবেক এ ইউনিয়নেও নির্বাচিতদের মেয়াদ শেষ হয়েছে ২০২১ সালের ২৭ জুলাই।
এরপর ইউনিয়ন দুটির নির্বাচনী মেয়াদ শেষের প্রায় এক বছর পেরিয়ে গেলেও আর কোনো নির্বাচন হয়নি।
এ বিষয়ে নওগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সরকার বলেন, তাড়াশ পৌরসভাসহ দুটি ইউনিয়নে মেয়াদ শেষ হলেও নির্বাচন না হওয়ায় এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। তাই পৌরসভার সীমানা জটিলতা নিরসন করে দ্রুত ইউনিয়ন পরিষদ নির্বাচন করার দাবি জানাচ্ছি।
তাড়াশ উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায় বলেন, ‘মূলত তাড়াশ পৌরসভার সীমানা নির্ধারণ এবং সদর ও নওগাঁ ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডের সীমানা সংযোজন-বিয়োজন করতে এ জটিলতার সৃষ্টি হয়েছে। এ জন্য ৬ নম্বর তাড়াশ সদর এবং ৫ নম্বর নওগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মেয়াদ শেষ হলেও নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তবে আমরা দ্রুত তাড়াশ সদর, নওগাঁ ইউনিয়ন ও তাড়াশ পৌরসভার নির্বাচন করার লক্ষ্যে সীমানা নির্ধারণের জটিলতা নিরসনে কাজ করছি।’
সুনামগঞ্জের শান্তিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার পাথারিয়া ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামে সংঘর্ষের এই ঘটনা ঘটে।
১৬ মিনিট আগেকক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে মোহাম্মদ নুর (২৫) নামের এক রোহিঙ্গা কমিউনিটি নেতাকে (মাঝি) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগেরাজধানীর গুলশানের একটি বাড়িতে গতকাল মঙ্গলবার মধ্যরাতে দরজা ভেঙে ঢুকে পড়ে শতাধিক ব্যক্তি। বাড়িটি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের বলে দাবি করেন তারা। ওই বাড়িতে গণ–অভ্যুত্থানে ছাত্র–জনতা হত্যাকারীরা আশ্রয় নিয়েছে এবং অবৈধ অস্ত্র...
২৬ মিনিট আগে‘মায়ের রক্তচাপ বেড়ে হঠাৎ নাক দিয়ে রক্ত পড়ছিল। উপায় না পেয়ে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকাতে নিয়ে যাই। কারণ মায়ের অবস্থা অনেক খারাপ ছিল। ঢাকার একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে রাখা হয়। তিন দিন সেখানে চিকিৎসা শেষে আবার মাদারীপুরে আসি। কিন্তু এই চিকিৎসা এখানেই...
৯ ঘণ্টা আগে