Ajker Patrika

রাবিতে ছাত্রলীগ নেত্রীদের হল ছাড়ার নোটিশ সংশোধন

রাবি প্রতিনিধি
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ২৩: ১৫
রাবিতে ছাত্রলীগ নেত্রীদের হল ছাড়ার নোটিশ সংশোধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে ছাত্রলীগের পদধারী শিক্ষার্থীদের হল ত্যাগ করতে সময় বেঁধে দিয়েছিলেন হলের নতুন প্রাধ্যক্ষ অধ্যাপক লাভলী নাহার। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আদেশক্রমে গত শনিবার এক নোটিশে তিনি এই নির্দেশ দিয়েছিলেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন, এ ধরনের কোনো আদেশ তারা দেয়নি। বিষয়টি একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সমালোচনার মুখে আজ বৃহস্পতিবার বিকেলে নতুন সংশোধিত বিজ্ঞপ্তি দিয়েছে হলটির প্রাধ্যক্ষ।

হল সূত্রে জানা যায়, গত শনিবার ওই হলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের আদেশক্রমে জানানো যাচ্ছে যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের ছাত্রী নিপীড়ক ও ছাত্রলীগের পোস্টেড (পদধারী) নেত্রীবৃন্দকে আগামীকাল (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হলো।’

নোটিশ প্রকাশের পর হল ছাত্রলীগের পদধারী আবাসিক শিক্ষার্থীদের কক্ষে গিয়ে তাঁদের হল থেকে বের হয়ে যেতে বলেন বলে প্রাধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ ওঠে। পাশাপাশি মাইকিং করেও হল ছাড়তে বলা হয়েছে বলে জানিয়েছেন হলের একাধিক শিক্ষার্থী। নির্দেশ না মানলে পুলিশ দিয়ে হল থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

বিষয়টি নিয়ে একাধিক সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর আজ বৃহস্পতিবার/////// বিকেলে নতুন সংশোধিত বিজ্ঞপ্তি দিয়েছে হলটির প্রাধ্যক্ষ।

rabi-2সেখানে বলা হয়েছে, ‘এতদ্দ্বারা অত্র হলের নিপীড়নে অভিযুক্ত শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ রাত ৮টার আগে তাদেরকে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হলো। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিষয়ে জানতে চাইলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক লাভলী নাহার বলেন, ‘এটা হল প্রশাসনেরই সিদ্ধান্ত। তবে ভুল করে বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন লেখা হয়েছে। ভুল বুঝতে পেরে আমি একটা সংশোধিত নোটিশ দিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত