Ajker Patrika

রাজবাড়ী রিপোর্টার্স ক্লাবের ২২ সদস্যের কমিটি গঠিত  

প্রতিনিধি, রাজবাড়ী
রাজবাড়ী রিপোর্টার্স ক্লাবের ২২ সদস্যের কমিটি গঠিত  

রাজবাড়ী রিপোর্টার্স ক্লাবে আগামী দুই বছরের জন্য লিটন চক্রবর্তীকে সভাপতি ও এজাজ আহম্মেদকে সাধারণ সম্পাদক করে ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার ক্লাবের বার্ষিক সাধারণ সভায় এ কমিটির ঘোষণা করা হয়। 

জানা যায়, পূর্ণাঙ্গ এই কমিটিতে সহসভাপতির দায়িত্ব প্রাপ্ত হয়েছেন সনজিত কুমার দাস (দৈনিক সংবাদ), আসজাদ হোসেন ও আজু শিকদার (সমকাল) ও মেহেদী হাসান (একাত্তর টেলিভিশন)। যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন শামীম শেখ (যুগান্তর) ও সোহেল রানা (নিউ নেশন, নয়াদিগন্ত)। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সমুন বিশ্বাস (চ্যানেল ২৪ /দেশ রূপান্তর) ও কাজী আনোয়ারুল ইসলাম টুটুল (আমার সংবাদ)।  

এ ছাড়া অর্থ সম্পাদক হিসেবে মোকসেদুর রহমান মমিনকে দায়িত্ব দেওয়া হয়। সাংস্কৃতিক সম্পাদক ইমরান হোসেন মনিম (মাছরাঙা টেলিভিশন)। রুবেলুর রহমান (যমুনা টেলিভিশন/জাগো নিউজ ২৪. কম) দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পান। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে থাকবেন কুদ্দুস উল আলম (যায় যায় দিন) ও সমাজ কল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম (দৈনিক ভোরের কাগজ)। 

একই সঙ্গে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন শামীমা আক্তার মুনমুন (সিটিজেন টাইমস), মাসুদ রেজা শিশির (যায়যায়দিন), ফজলুল হক ও আবদুল্লাহ আল মামুন আরজু (ঢাকা প্রতিদিন), আতিয়ার রহমান (গণকণ্ঠ), শহিদুল ইসলাম মিলন ও আলিমুজ্জামান মিলন (ভোরের কাগজ)। 

কমিটি গঠনের সময় রিপোর্টার্স ক্লাবে সকল সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের নিয়ে কমিটি করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পর্নোগ্রাফিতে জড়িত সেই বাংলাদেশি যুগল গ্রেপ্তার

৪ হাজার এএসআই নিয়োগের প্রজ্ঞাপন জারি

দেবরের ছেলের সঙ্গে প্রেমের ইতি, থানায় বসে কবজি কাটলেন দুই সন্তানের মা

ভারত বলছে, ফোনালাপ হয়নি, জবাবে ট্রাম্প বললেন—তাহলে ওরা শুল্ক দিতে থাক

দনবাস রাশিয়ার দখলে চলে গেছে, সেটা মেনেই যুদ্ধ শেষ করো—জেলেনস্কিকে ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত