Ajker Patrika

রাজবাড়ীতে সতেরো মাথার খেজুর গাছ

প্রতিনিধি, রাজবাড়ী
রাজবাড়ীতে সতেরো মাথার খেজুর গাছ

রাজবাড়ীতে সতেরো মাথার একটি খেজুর গাছ পাওয়া গেছে। সদর উপজেলার ধুঞ্চি পুদ্দার চালা এলাকায় খেজুর গাছটি জন্মেছে। প্রতিটি মাথা-ই প্রায় সমান উচ্চতার, যে কারণে কোনটি মাথা কোনটি কাণ্ড সেটি বোঝার উপায় নেই। জেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ গাছটিকে দেখতে ভিড় জমান বলে জানায় স্থানীয়রা। 

স্থানীয় সুমন শেখ জানায়, আমার বয়স চলে পঁয়ত্রিশ বছর। জন্মের পর থেকেই গাছটি দেখছি অনেক গুলো মাথা নিয়ে বেড়ে উঠছে। খেজুর গাছটি দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে ভিড় জমায়। গাছটির মালিক কবির হোসেন।

আবুল হোসেন জানায়, এই খেজুর গাছে কোন ফল আসে না। কেউ রসও বেড় করে না। গাছটি কে কবে লাগিয়েছে তা কেউ জানে না। এই অঞ্চলের অনেক খেজুর গাছে কেটে জ্বালানি হিসেবে ব‍্যবহার করছে। এই গাছটিতে সতেরো মাথা হওয়ার কারণে কেউ কাটতে সাহস পায়নি। 

পথচারী সঞ্জয় কুমার ভৌমিক জানায়, এ রকম খেজুর গাছ সচরাচর দেখা যায় না। অনেকেই এই খেজুর গাছ দেখে ফোনে ছবি তোলেন। অনেকে আবার ভয়ে গাছটির দিকে তাকায়ও না। 

রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এস এম শহীদ নূর আকবার জানান, একটি গাছে একাধিক মাথা এটা অনেকগুলো কারণে হতে পারে। এর মধ্যে হরমোনজনিত কারণে এক বীজপত্রি উদ্ভিদে একাধিক শাখা-প্রশাখা হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পর্নোগ্রাফিতে জড়িত সেই বাংলাদেশি যুগল গ্রেপ্তার

৪ হাজার এএসআই নিয়োগের প্রজ্ঞাপন জারি

দেবরের ছেলের সঙ্গে প্রেমের ইতি, থানায় বসে কবজি কাটলেন দুই সন্তানের মা

ভারত বলছে, ফোনালাপ হয়নি, জবাবে ট্রাম্প বললেন—তাহলে ওরা শুল্ক দিতে থাক

দনবাস রাশিয়ার দখলে চলে গেছে, সেটা মেনেই যুদ্ধ শেষ করো—জেলেনস্কিকে ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত