রাজবাড়ী প্রতিনিধি
ঘন কুয়াশার কারণে সাত ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। কুয়াশা কেটে গেলে আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ম্যানেজার মো. সালাহউদ্দিন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মধ্যরাত থেকেই কুয়াশা পড়তে থাকে। রাত ৩টার দিকে ঘন কুয়াশায় নদীপথ অস্পষ্ট হয়ে যায়। সে সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে কিছু যানবাহন আটকা পড়ে।
গতকাল রাত ৩টার দিকে কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ কারণে ঘাট এলাকায় শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকে ভোগান্তির শিকার হন চালক ও যাত্রীরা।
ঝিনাইদহ থেকে আসা ট্রাকচালক ইয়াছিন মোল্লা বলেন, ‘রাত ৩টার সময় দৌলতদিয়া ফেরিঘাটে এসে জানতে পারি, ফেরি চলাচল বন্ধ। তখন থেকে গাড়িতে বসে আছি।’
রাজবাড়ী থেকে ছেড়ে আসা গোল্ডেন পরিবহনের যাত্রী রাজিব খান বলেন, ‘সকাল ৭টার সময় ফেরিঘাটে এসে বসে আছি। মধ্যরাত থেকে কুয়াশায় ফেরি চলাচল বন্ধ। জরুরি কাজে ঢাকায় যেতে হবে। কখন কুয়াশা কাটবে আর কখন ফেরি চলাচল শুরু হবে জানি না।’
ঘন কুয়াশার কারণে সাত ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। কুয়াশা কেটে গেলে আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ম্যানেজার মো. সালাহউদ্দিন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মধ্যরাত থেকেই কুয়াশা পড়তে থাকে। রাত ৩টার দিকে ঘন কুয়াশায় নদীপথ অস্পষ্ট হয়ে যায়। সে সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে কিছু যানবাহন আটকা পড়ে।
গতকাল রাত ৩টার দিকে কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ কারণে ঘাট এলাকায় শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকে ভোগান্তির শিকার হন চালক ও যাত্রীরা।
ঝিনাইদহ থেকে আসা ট্রাকচালক ইয়াছিন মোল্লা বলেন, ‘রাত ৩টার সময় দৌলতদিয়া ফেরিঘাটে এসে জানতে পারি, ফেরি চলাচল বন্ধ। তখন থেকে গাড়িতে বসে আছি।’
রাজবাড়ী থেকে ছেড়ে আসা গোল্ডেন পরিবহনের যাত্রী রাজিব খান বলেন, ‘সকাল ৭টার সময় ফেরিঘাটে এসে বসে আছি। মধ্যরাত থেকে কুয়াশায় ফেরি চলাচল বন্ধ। জরুরি কাজে ঢাকায় যেতে হবে। কখন কুয়াশা কাটবে আর কখন ফেরি চলাচল শুরু হবে জানি না।’
টিকটকে পরিচয়ের সূত্রে বিয়ের প্রলোভনে কিশোরীকে ডেকে নেন যুবক। এরপর মাদকের আখড়ায় আটকে রেখে তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রাঙামাটি শহরের বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে।
৩ মিনিট আগেপাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত আনোয়ার আহমেদ (৫২) নামের এক দোভাষীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দিয়ার সাহাপুর গ্রামের একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
১৮ মিনিট আগেকুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৫৪ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। রোববার (১৯ অক্টোবর) সকালে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ এই চোরাই পণ্য জব্দ করা হয়।
২৪ মিনিট আগেময়মনসিংহের ফুলপুরে দেবর-ভাবির সম্পর্ক দেখে ফেলায় ইকবাল হোসেন (৩০) নামে এক যুবককে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাইকান্দি ইউনিয়নের রঘুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। ইকবাল হোসেন ওই গ্রামের বাবুল মিয়ার ছেলে।
২৬ মিনিট আগে