নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের নেছারাবাদে একটি সমবায় সমিতিতে জমানো টাকা ফেরত না পেয়ে সমিতির সহসভাপতিকে তুলে নিয়ে গেছেন গ্রাহকেরা। গতকাল সোমবার বিকেলে উপজেলা পরিষদের সামনে একটি ফটোকপির দোকানে আড়াই ঘণ্টা অবরুদ্ধ রাখার পর ‘বিনিময় ক্ষুদ্র সমবায় সমিতির’ সহসভাপতি মো. অলি আহমেদকে তুলে নিয়ে যাওয়া হয়।
নেছারাবাদ উপজেলা থেকে পিডি ৪৫ নামে লাইসেন্স নিয়ে জগন্নাথকাঠি বাজারে কাঠের পোলসংলগ্ন এলাকায় কার্যালয় খুলে ‘বিনিময় ক্ষুদ্র সমবায় সমিতি’ শুরু করেন অলি আহমেদ। সমিতির পরিচালক হিসেবে স্ত্রীর নাম দিয়ে নিজেকে সহসভাপতি হিসেবে পরিচয় দেন তিনি।
মাসের পর মাস ওই সমিতিতে টাকা জমিয়েছিলেন বেশ কয়েকজন দিনমজুর নারী। সোমবার টাকা নিতে এসে না পেয়ে হতাশ হয়ে সড়কে লুটিয়ে পড়েন তাঁরা। জহুরা নামে এক দিনমজুর কাঁদতে কাঁদতে জানান, তিনি ওই সমিতিতে ১ লাখ ১০ হাজার টাকা পাবেন।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন অন্য গ্রাহকেরা। শতাধিক গ্রাহক অভিযোগ করেন, সমিতির কাছে তাদের ৮০ লাখ টাকার মতো পাওনা। গ্রাহকেরা ক্ষুব্ধ হয়ে অলি আহমেদকে সমিতির কার্যালয়ে নিয়ে যাওয়ার কথা বলে তুলে নিয়ে যান।
শাজাহান নামে সমিতির এক গ্রাহক বলেন, ‘আমি খেয়ে না-খেয়ে টাকা জমিয়েছি। সমিতির থেকে ১২ লাখ ২০ হাজার টাকা পাব। আজ দেব কাল দেব বলে ঘুরাচ্ছে। আমাকে একটা ব্যাংকের চেক দিয়েছে, কিন্তু ব্যাংকে টাকা নাই।’
রুহুল আমিন নামে এক সদস্য বলেন, তিনি ওই সমিতির কাছ থেকে ১ লাখ ৪২ হাজার টাকা পাবেন।
উপজেলা সমবায় কর্মকর্তা মো. হাসান রকি বলেন, ‘নেছারাবাদে সমবায় সমিতিগুলোর অবস্থা বর্তমানে খারাপ অবস্থায় আছে। এ উপজেলার পূর্বের সমবায় কর্মকর্তা যাকে-তাকে লাইসেন্স দিয়ে এ অবস্থা করেছেন।’
পিরোজপুরের নেছারাবাদে একটি সমবায় সমিতিতে জমানো টাকা ফেরত না পেয়ে সমিতির সহসভাপতিকে তুলে নিয়ে গেছেন গ্রাহকেরা। গতকাল সোমবার বিকেলে উপজেলা পরিষদের সামনে একটি ফটোকপির দোকানে আড়াই ঘণ্টা অবরুদ্ধ রাখার পর ‘বিনিময় ক্ষুদ্র সমবায় সমিতির’ সহসভাপতি মো. অলি আহমেদকে তুলে নিয়ে যাওয়া হয়।
নেছারাবাদ উপজেলা থেকে পিডি ৪৫ নামে লাইসেন্স নিয়ে জগন্নাথকাঠি বাজারে কাঠের পোলসংলগ্ন এলাকায় কার্যালয় খুলে ‘বিনিময় ক্ষুদ্র সমবায় সমিতি’ শুরু করেন অলি আহমেদ। সমিতির পরিচালক হিসেবে স্ত্রীর নাম দিয়ে নিজেকে সহসভাপতি হিসেবে পরিচয় দেন তিনি।
মাসের পর মাস ওই সমিতিতে টাকা জমিয়েছিলেন বেশ কয়েকজন দিনমজুর নারী। সোমবার টাকা নিতে এসে না পেয়ে হতাশ হয়ে সড়কে লুটিয়ে পড়েন তাঁরা। জহুরা নামে এক দিনমজুর কাঁদতে কাঁদতে জানান, তিনি ওই সমিতিতে ১ লাখ ১০ হাজার টাকা পাবেন।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন অন্য গ্রাহকেরা। শতাধিক গ্রাহক অভিযোগ করেন, সমিতির কাছে তাদের ৮০ লাখ টাকার মতো পাওনা। গ্রাহকেরা ক্ষুব্ধ হয়ে অলি আহমেদকে সমিতির কার্যালয়ে নিয়ে যাওয়ার কথা বলে তুলে নিয়ে যান।
শাজাহান নামে সমিতির এক গ্রাহক বলেন, ‘আমি খেয়ে না-খেয়ে টাকা জমিয়েছি। সমিতির থেকে ১২ লাখ ২০ হাজার টাকা পাব। আজ দেব কাল দেব বলে ঘুরাচ্ছে। আমাকে একটা ব্যাংকের চেক দিয়েছে, কিন্তু ব্যাংকে টাকা নাই।’
রুহুল আমিন নামে এক সদস্য বলেন, তিনি ওই সমিতির কাছ থেকে ১ লাখ ৪২ হাজার টাকা পাবেন।
উপজেলা সমবায় কর্মকর্তা মো. হাসান রকি বলেন, ‘নেছারাবাদে সমবায় সমিতিগুলোর অবস্থা বর্তমানে খারাপ অবস্থায় আছে। এ উপজেলার পূর্বের সমবায় কর্মকর্তা যাকে-তাকে লাইসেন্স দিয়ে এ অবস্থা করেছেন।’
বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান এনার্জিপ্যাক পাওয়ার ভেঞ্চার লিমিটেড ২০০৯ সালে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মালিকানাধীন দুই একর জমিতে কেন্দ্রটি স্থাপন করে। এই কেন্দ্রটি চালু হওয়ার পর থেকে হবিগঞ্জ শহরসহ আশপাশের গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহে স্বস্তি ফিরে আসে।
১ ঘণ্টা আগেআবু তাহের বলেন, ‘গত ৫ আগস্টের পর থেকে সোহরাব রাঢ়ী, বনি আমিন, জাকির রাঢ়ী, জাকির হাওলাদার, বাবুল মুন্সী ও ইসমাইল সিকদারসহ স্থানীয় যুবদলের নেতা-কর্মীরা ঘরটি দখল করে বিএনপির রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছেন। যেহেতু এটি একটি মক্তব ঘর, সেই কারণে তাঁদের নিষেধ করেছিলাম।
১ ঘণ্টা আগেঋণের বোঝা সামলাতে না পেরে আত্মগোপনে চলে যাওয়া নেত্রকোনার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুর রাজ্জাককে ১৭ দিন পর উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ঘটনায় তাঁর পরিবারের করা সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাড়ৈখালী বাজার থেকে তাঁকে উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেবরিশালে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্রদলের নতুন কমিটি গঠনে কাউন্সিলের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রায় ২ হাজার ৭০০ শিক্ষার্থীকে সদস্যপদ দিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শেষ পর্যায়ে।
৭ ঘণ্টা আগে